বিডি নীয়ালা নিউজ(১৬ই মার্চ১৬)-স্পোর্টস ডেস্কঃ টি-টোয়েন্টে বিশ্বাকাপের মূল পর্বে আজ পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।
ইতিমধ্যে সহযোগী দেশগুলোর সঙ্গে খেলে নিজের প্রস্তুতিটা বেশ ভালোভাবে সেরে নিয়েছে মাশরাফি-তামিম-সাকিবরা। তবে মূল লড়াই হবে আজ থেকে। আর প্রথম দিনেই মুখোমুখি সাবেক বিশ্বচ্যাম্পিয়ন পাকিস্তান। কিছুদিন আগে এশিয়া কাপে এই দলটিকে হারিয়ে ফাইনালে উঠেছিল বাংলাদেশ। আবারও পাকিস্তানকে হারাতে পারলে বিশ্বকাপে সেমিফাইনালের পথে এক ধাপ এগিয়ে যাবে টাইগার বাহিনী।
বিশ্বকাপে দলের সঙ্গে থাকলেও এখনো একটিও ম্যাচ খেলা হয়নি কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানের। বিশ্বকাপের সুপার টেনের প্রথম ম্যাচে তাই যথেষ্ট খেলার সম্ভাবনা তার। তাছাড়া গতকাল অনুশীলনেও ঘাম ঝরিয়েছেন তিনি। তবে পুরোপুরি ফিট না হলে ঝুঁকি নেবে না টিম ম্যানেজমেন্ট। তাই আজ আবারও একবার মুস্তাফিজের ফিটনেস নিয়ে পরীক্ষা চলবে, সেখানে পাস করতে পারলেই পাকিস্তানের বিপক্ষে দেখা যাবে বাংলাদেশি তরুণ পেসারকে।
আর সেটা না হলে আরাফাত সানিকে দেখা যাবে সেরা একাদশে। কারণ পাকিস্তানের বিপক্ষে বরাবরই ভালো বল করে থাকেন এই স্পিনার। সেক্ষেত্রে একাদশের বাইরে চলে যেতে হবে আবু হায়দার রনিকে। এছাড়া ওমানের বিপক্ষের ওই একাদশের আর কারও পরিবর্তেন তেমন কোনো সম্ভাবনা নেই।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ :
১. তামিম ইকবাল
২. সৌম্য সরকার
৩. সাব্বির রহমান
৪. মুশফিকুর রহিম
৫. সাকিব আল হাসান
৬. মাহমুদউল্লাহ রিয়াদ
৭. মোহাম্মদ মিথুন
৮. মাশরাফি বিন মুর্তজা
৯. আল-আমিন হোসেন
১০. মুস্তাফিজুর রহমান/আরাফাত সানি
১১. তাসকিন আহমেদ।