মোঃআমজাদ হোসেন: জয়পুরহাটের কালাই উপজেলার চক নয়াপাড়া গ্রামে রাস্তা নিয়ে বিরোধের জেরে চাষির পুকুরে বিষ ঢেলে প্রায় পাঁচ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী আজিজুল হক লেফু অভিযোগ করেন, রোববার দিবাগত ভোররাতে তার পুকুরে প্রতিবেশী ছানাউল হক ও তাজমুল হক মিলে বিষ প্রয়োগ করেন, যার ফলে পুকুরের সব মাছ মারা যায়। এ ঘটনায় সোমবার বিকেলে তিনি কালাই থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে আজিজুল হকের সঙ্গে প্রতিবেশী দুই ভাইয়ের রাস্তা সংক্রান্ত বিরোধ চলছিল। এরই জেরে পরিকল্পিতভাবে তারা পুকুরে বিষ প্রয়োগ করেছেন বলে অভিযোগ উঠেছে।
এ বিষয়ে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)জাহিদ হাসান সাংবাদিকদের বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনার পর ভুক্তভোগী চাষি ও তার পরিবার দুশ্চিন্তায় রয়েছেন এবং অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।