Monday, 03 February 2025, 07:09 PM

বঙ্গবন্ধুর পিএস অনুর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

ডেস্ক রিপোর্টঃ রাষ্ট্রপতি আব্দুল হামিদ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ব্যক্তিগত সচিব (পিএস) ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি এ এম নূরুল ইসলাম (অনু)-র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
রাষ্ট্রপতি মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
আজ এক শোকবার্তায় রাষ্ট্রপতি প্রবাসে আওয়ামী লীগকে সংগঠিত করার ক্ষেত্রে অনুর অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
চিকিৎসাধীন অবস্থায় অনু আজ সকালে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মারা যান। তিনি বৃহস্পতিবার হৃদরোগে আক্রান্ত হন। তাকে হাসপাতালের সিসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।