Monday, 03 February 2025, 01:06 AM

ডিমলা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামীলীগের সহ-সভাপতি...

জয়নাল আবেদীন হিরো, নীলফামারী জেলা প্রতিনিধিঃ নীলফামারীর ডিমলা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. তবিবুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৪ ডিসেম্বর) দুপুর ২টায় নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।


মো. তবিবুল ইসলাম ডিমলা উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ও ডিমলা উপজেলা পরিষদের দুই বারের চেয়ারম্যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ডিমলা থানার অফিসার ইনচার্জ ফজলে এলাহী বলেন, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মো. তবিবুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে ৷