Thursday, 17 July 2025, 10:34 PM

ঈদের আগে ইমরান খানের মুক্তির ‘গুঞ্জন’ নিয়ে যা...

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ঈদ-উল-আযহার আগে মুক্তি পাওয়ার গুঞ্জন প্রত্যাখান করেছে জাতীয় জবাবদিহিতা ব্যুরো (এনএবি) এবং সরকারি সূত্র। 


রোববার (১ জুন) দ্য নিউজের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে জিও নিউজ। 


এনএবি কর্মকর্তাদের মতে, ‘বর্তমানে কোনও আদালতে ইমরান খানের মুক্তির জন্য উপযুক্ত কোনও মামলা নেই।’


এনএবির একটি সূত্র বলেছে, ‘ঈদের আগে তার জামিন বা মুক্তি হতে পারে এমন কোনও বিষয়ে এনএবিকে কোনও নোটিশ জারি করা হয়নি।’


সূত্র আরও জানিয়েছে, আইনি নিয়ম অনুসারে, কোনও দোষী ব্যক্তিকে মুক্তি দেওয়ার আগে অবশ্যই মামলার শুনানি করতে হবে, যা এখনও পর্যন্ত হয়নি।


সরকারি সূত্রগুলোও এই জল্পনা-কল্পনা উড়িয়ে দিয়ে স্পষ্টভাবে বলেছে, ‘ইমরান খানকে কোনো চুক্তির প্রস্তাব দেওয়া হয়নি এবং তার মুক্তির জন্য গোপনেও কোনা ব্যবস্থা নেওয়া হচ্ছে না। ’

নাম প্রকাশ না করার শর্তে একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা বলেন, ‘কোনও সমঝোতা নেই, কোনও আলোচনা নেই, এবং কোনও প্রস্তাবও নেই। ‘


শনিবার রাওয়ালপিন্ডির সন্ত্রাসবিরোধী আদালতের (এটিসি) বাইরে ইমরান খানের আইনি পরামর্শদাতা নাঈম হায়দার পাঞ্জোথাও সাংবাদিকদের বলেন, ইমরান খানের আসন্ন মুক্তির খবর মিথ্যা।


৯ মে সহিংসতার মামলার শুনানির পর পাঞ্জোথা বলেন, কোনও চুক্তি বা কোনও নমনীয়তা দেখানো হচ্ছে না। গুজব ভিত্তিহীন।’


তার এই বক্তব্যের পরও কিছু পিটিআই নেতা এবং মিডিয়া বিশ্লেষকরা অনুমান করেছিলেন যে, ইমরান খান ঈদের আগে জামিন পাবেন। তাদের আশা ইসলামাবাদ হাইকোর্টে (আইএইচসি) আসন্ন ৫ জুনের শুনানির ওপর। 

jug/n

// Disable right-click context menu // Disable text selection // Disable dragging of images and text // Disable copy events // Disable common keyboard shortcuts for copying // Check for Ctrl/Command key combinations with C, X, S, or P