Monday, 14 July 2025, 10:03 AM

ইরান কখনোই পরাজয় স্বীকার করে আত্মসমর্পণ করবে না:...

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বুধবার এক টেলিভিশন ভাষণে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে স্পষ্ট বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, ইসরাইলকে ভুলের মাশুল দিতে হবে। ইরান কখনোই পরাজয় স্বীকার করে আত্মসমর্পণ করবে না। খবর আল-জাজিরার।


খামেনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যেরও তীব্র সমালোচনা করেন। খামেনি বলেন, যারা ইরান ও তার ইতিহাসকে জানে, তারা কখনো হুমকির ভাষায় এ জাতির সঙ্গে কথা বলবে না।


তিনি যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেন, আমেরিকানরা জেনে রাখুক, যুক্তরাষ্ট্র যদি কোনো ধরনের সামরিক হস্তক্ষেপ করে, তবে এর ফলাফল হবে অপূরণীয়।


এ বক্তব্য এমন সময় এলো, যখন ইসরাইল ও ইরানের মধ্যকার যুদ্ধ ষষ্ঠ দিনে প্রবেশ করেছে এবং মার্কিন সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প সরাসরি ইরানের নেতার অবস্থান জানার দাবি করে হুমকি দিয়েছেন। খামেনির এ কড়া প্রতিক্রিয়া এখন আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা ছড়াচ্ছে।

jug/N


// Disable right-click context menu // Disable text selection // Disable dragging of images and text // Disable copy events // Disable common keyboard shortcuts for copying // Check for Ctrl/Command key combinations with C, X, S, or P