Sunday, 29 December 2024, 03:39 PM

কিশোরগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রুহুল আমিন...

কাওছার হামিদ, কিশোরগঞ্জ, নীলফামারী: কিশোরগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও নিতাই ইউনিয়নের পানিয়ালপুকুর মাহ্তাবিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ, সাবেক জেলা ওলামা দলের সভাপতি আ ন ম রুহুল আমিন ২৭ ডিসেম্বর শুক্রবার হৃদরোগে আক্রান্ত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহে রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল (৬৫) বছর তিনি স্ত্রী,  ২ ছেলে, ৫ মেয়ে, ভাই-ভ্রাতা,নাতি-নাতনি,আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। শুক্রবার বাদ মাগরিব তাঁর গ্রামের বাড়িতে জানাজা শেষে তাকে দাফন করা হয়। মরহুমের জামতা এ্যাডভোকেট মোকছেদুল হাসান মন্ডল জানান শুক্রবার সকালে বাড়ি হতে কিশোরগঞ্জ উপজেলা আসার পথে অসুস্থ হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর মৃত্যুতে জাতীয়তাবাদী দল (বিএনপি) কিশোরগঞ্জ উপজেলা শাখার সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক একেএম তাজুল ইসলাম ডালিম, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির স্বেচ্ছা বিষয়ক সহ সম্পাদক  আবুল সানওয়াৎ চৌধুরী (বিয়েছ) শোক প্রকাশ করেছেন এবং শোক সন্তাপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।