কাওছার হামিদ, কিশোরগঞ্জ, নীলফামারী: নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেন গুলোতে ১লা জানুয়ারী বুধবার সকালে বই উৎসব পালিত হয়েছে।
প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেন স্কুল গুলোর ছাত্র ছাত্রীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়। সরেজমিনে গিয়ে দেখা গেছে মাগুড়া দর্জিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন প্রধান শিক্ষক সাজ্জাদুল করিম সুরুজ। এ সময় উপস্থিত ছিলেন মাগুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখতারুজ্জামান মিঠু, সহকারি শিক্ষক মাহফুজা আক্তার, ফারজানা জেবিন,রেবেকা সুলতানা,লিমা আক্তার,হাবিবা আক্তার।
গাড়াগ্রাম ইউনিয়নের সয়ড়াগন্ধা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসবে নতুন বই শিক্ষার্থীদের মাঝে বিতরণ করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফতাবুজ্জামানসহ,সহকারি শিক্ষকগণ। মাগুড়া পাবলিক মডেল স্কুলে বই উৎসব পালিত হয়েছে ছাত্র ছাত্রীদের হাতে নতুন বই তুলে দেন প্রধান শিক্ষক রেয়াজুল হক,সহকারি শিক্ষক লিটু আনাম, মোকারমা আক্তার মিষ্টিসহ অনন্যা শিক্ষকবৃন্দ। মাগুড়া স্বাধীন বাংলা বিদ্যানিকেতন বই উৎসব পালন করেছেন অত্র বিদ্যানিকেতনের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন প্রধান শিক্ষক শামীম আজাদ রিপন,সহকারি প্রধান শিক্ষক মোত্তালিব হোসেন,সহকারি শিক্ষক মৌসুমী আক্তারসহ অন্যান্য শিক্ষকবৃন্দ নতুন বই পেয়ে শিক্ষার্থীরা আনন্দে উল্লাসে মেতে উঠেন।