কাওছার হামিদ, কিশোরগঞ্জ, নীলফামারী: এসো বই পড়ি আলোকিত জীবন গড়ি” শ্লোগানকে সামনে রেখে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের সয়ড়াগন্ধা বাবু পাড়ায় ২৮ ডিসেম্বর শনিবার দুপুর ২টায় প্রসন্ন কুমার রায় স্মৃতি গণগ্রন্থাগারের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
ইয়োংলি গ্রæপ,চায়না এর জেনারেল ম্যানেজার (জিএম) ও পিএইচডি গবেষক এবং প্রসন্ন কুমার রায় স্মৃতি গণগ্রন্থাগারের প্রতিষ্ঠাতা ও সভাপতি আলহাজ্ব জিকরুল আলম মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুড়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন সহকারি প্রধান শিক্ষক ক্ষিতীশ চন্দ্র রায়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি লেখক সাংবাদিক আব্দুল মান্নান, বিডি নীয়ালা নিউজ এর সম্পাদক ও প্রকাশক এবং এ্যাডকিউ এর সাধারণ সম্পাদক মাহফুজার রহমান মন্ডল, ঠাকুরগাঁও শহীদ আকবর আলী বিজ্ঞান ও প্রযুক্তি মহাবিদ্যালয়ের প্রভাষক ড. পরিতোষ চন্দ্র। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রয়াত শিক্ষক প্রসন্ন কুমার রায়ের কন্যা ও প্রসন্ন কুমার রায় স্মৃতি গণগ্রন্থাগারের উপদেষ্টা সাধনা রানী রায়, সহঃসভাপতি বিপ্লব প্রসাদ সরকার,ক্রীড়া সম্পাদক মনিকৃঞ্চ রায়, সাংবাদিক কাওছার হামিদ, মাগুড়া স্বাধীন বাংলা বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক শামীম আজাদ রিপন, প্রসন্ন কুমার রায় স্মৃতি গণগ্রন্থাগারের সাংগঠনিক সম্পাদক তপন চন্দ্র ও প্রসন্ন কুমার রায়ের নাতি তুষার রায় প্রমূখ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে প্রসন্ন কুমার রায়ের স্মৃতি চারণ করে বলেন সেই সময় বিএসসি শিক্ষক একমাত্র তিনি ছিলেন আজকে যতটুকু বিজ্ঞান সম্পর্কে জেনেছি তাঁর কারনে, তাঁর ক্লাসে শিক্ষক না থাকলে তিনি আমাকে ক্লাস নিতে পাঠাতো। তিনি আমাদের শিক্ষক হিসেবে থাকলেও আমরা তাঁর কাছে ছাত্র হিসেবে ছিলাম।