কাওছার হামিদ,কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক স্বপ্না শান্তা প্রামাণিককে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, গত জুলাই - আগষ্টের পর থেকে উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক স্বপ্না শান্তা প্রামাণিক সরাসরি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানিমূলক কার্যক্রম অব্যাহত রাখে। ৫ই আগস্টের পর থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা আত্মগোপনে থাকলেও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান স্বপ্না শান্তা প্রামানিক বিভিন্ন ভাবে সরকার বিরোধী উস্কানিমূলক পোস্ট করে ফেসবুকে ছড়িয়ে দিচ্ছেন। দীর্ঘদিন থেকে পুলিশ তাকে নজরে রাখলেও সে বিভিন্ন জায়গায় অবস্থান করায় তাকে আটক করা সম্ভব হয়নি। মঙ্গলবার উপজেলা পরিষদ চত্বরে প্রকাশ্যে ঘোরাঘুরি করা দেখে তাকে আটক করা হয়। এ সময় সে জয় বাংলা স্লোগান দিতে দিতে পুলিশের গাড়িতে উঠে। কিশোরগঞ্জ থানার ওসি তদন্ত আব্দুল কুদ্দুছ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন আটককৃত মহিলা ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন-২০০৯ মামলায় তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।