Monday, 08 December 2025, 08:59 AM

মাগুড়া উচ্চ বিদ্যালয়ে মতবিনিময় সভায় আমার শৈশব এই...


কাওছার হামিদ,কিশোরগঞ্জ(নীলফামারী) প্রতিনিধি;

আমার শৈশব এই এলাতেই কেটেছে ৭ ডিসেম্বর রবিবার সকাল ১১টায় মাগুড়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষক-ছাত্র, বন্ধু মহলের ও সুধীজনদের সাথে মতবিনিময় সভায় এ কথা বল্লেন গনপ্রতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্ন্তবর্তীকালিন সরকারের পরাষ্ট্র উপদেষ্ট তৌহিদ হোসেন। তিনি আরো বলেন এই এলাকার প্রথম বিএড শিক্ষক ছিলেন আছাদ স্যার তিনি একজন অসাধারণ মানুষ ছিলেন সেই সময় আমি এই বিদ্যালয়ে পড়াশুনা করেছি, এছাড়া এখানে আমার অনেক বন্ধু মহল রয়েছে যাদের সাথে দীর্ঘদিন পর আমার দেখা। ষাট বছরে অনেক পরিবর্তন হয়েছে আমাদের সময় মাত্র কয়েকজন ছাত্র ছাত্রী ছিলাম সেই সময় টিনের বেড়া দিয়ে ঘেরা ছিল বিদ্যালয়টি। বর্তমান এই বিদ্যালয়ে এসে দেখলাম অনেক ছাত্র ছাত্রী এই ষাট বছরে অনেক পরিবর্তন হয়েছে। আপনারা আমার দীর্ঘায়ু কামনা করছেন বয়স তো অনেক হয়েছে দীর্ঘাযু চেয়ে যে কয়দিন বেঁচে আছি আমার জন্য সুস্বাস্থ কামনা করবেন যাতে বাকী দিন গুলো ভাল থাকতে পারি। উক্ত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা প্রশাসক নায়িরুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তনিমা জামান তন্বী (ভারপ্রাপ্ত), সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুছ। সংক্ষিপ্ত  বক্তব্য রাখেন নীলফামারী জেলার পুলিশ সুপার এ এফ এম তারিখ হোসেন খান, অত্র বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক ক্ষীতিশ চন্দ্র রায়, পরাষ্ট্র উপদেষ্টার বন্ধু মহি উদ্দিন আজাদ, অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক গোলাম রব্বানী শাহ। প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানান অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ফুলেল শুভেচ্ছে জানান ড. আসাদুর রহমান কলেজের অধ্যক্ষ মাহবুবার রহমান শাহ, মাগুড়া নি¤œ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকবাল হোসেন,মাগুড়া স্বাধীন বাংলা বিদ্যানিকেতন, মাগুড়া পাবলিক মডেল স্কুল, অত্র বিদ্যালয়ের ছাত্র ছাত্রীসহ অনেকে। বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র হিসেবে তাঁর প্রতি বিদ্যালয় কর্তৃপক্ষ থেকে মাগুড়া উচ্চ বিদ্যালয়কে জাতীয়করণ, বহুতল ভবন নির্মান ও  ভোকেশনার শাখা এমপিও ভুক্ত করার দাবী জানান। পরে তিনি তাঁর শৈশবের স্মৃতি চারণ করতে মাগুড়া বাজার হয়ে ড. আসাদুর রহমান কলেজ পায়ে হেটে পরিদর্শন করেন। 


// Disable right-click context menu // Disable text selection // Disable dragging of images and text // Disable copy events // Disable common keyboard shortcuts for copying // Check for Ctrl/Command key combinations with C, X, S, or P