বিডি নীয়ালা নিউজ(১৯জানুয়ারি১৬)- আসাদুজ্জামান সুজন (নীলফামারী প্রতিনিধি): নীলফামারী র্যাব-১৩ ক্যাম্পের সদস্যরা চৌদ্দ লাখ জাল টাকা সহ তিন ব্যাক্তিকে আটক করেছে।সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান র্যাব ক্যাম্প সহকারী কমান্ডার সহকারি পুলিশ সুপার আসাদুজ্জামান। তিনি জানান সোমবার দুপুরে গোপন সংবাদে দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার বড় চন্ডিপুর তিলাইনদী ব্রীজের সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় জাল টাকা ব্যবসার সাথে জড়িত পার্বতীপুর উপজেলার হলদিবাড়ি গ্রামের আব্দুস সামাদের ছেলে মিনহাজুল ইসলাম (৩৮) একই উপজেলার মীরপাড়া গ্রামের আব্দুল মতিনের ছেলে সুমন চৌধুরী(২৪) ও দোয়ানীয়া উত্তরাপাড়া গ্রামের মৃত বশির উদ্দিনের ছেলে জাহিদুল ইসলাম ( ২৫)। এ সময় তাদের কাছ থেকে এক টাকা নোটের ১৪টি জাল বান্ডিলে ১৪ লাখ টাকা উদ্ধার করা হয়। তাদের স্বীকারোক্তি অনুযায়ী তাদের গোপন আস্তায় অভিযান চালিয়ে পাওয়া যায় জাল টাকা তৈরীর সামগ্রী। তাদের বিরুদ্ধে পার্বতীপুর থানায় র্যাবের পক্ষে মামলা দায়ের করা হবে জানান
র্যাবের নীলফামারীর সহকারী কমান্ডার।