Monday, 10 March 2025, 10:08 PM

নীলফামারীতে বই উৎসব পালিত

বিডি নীয়ালা নিউজ(২জানুয়ারি১৬-আসাদুজ্জামান সুজন (নীলফামারী প্রতিনিধি) : দেশব্যাপী একযোগে শিক্ষার্থীদের মাঝে বই বিতরনের মধ্য দিয়ে বই উৎসব অনুষ্ঠিত হয়। এরই ধারাবাহিকতায় নতুন বছরের প্রথম দিন নীলফামারীরতে  গতকাল  শুক্রবার সকাল থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে হাজার হাজার শিার্থীদের মাঝে নতুন বই তুলে দেওয়া হয় তাদের হাতে।


বিভিন্ন সরকারি প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ে একযোগে শিক্ষার্থীদের হাতে ক্লাসের


বই বিতরন করা হয়। সকাল ১০টায় জেলা সদরের হারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও


উচ্চ বিদ্যালয়ে বই বিতরনের উদ্ধোধন করেন জেলা প্রশাসক জাকীর হোসেন।


জেলা ও উপজেলা মাধ্যমিক বিদ্যালয় ও প্রাথমিক শিক্ষা অফিসার এবং শিক্ষকগণ এ সময়


উপস্থিত ছিলেন।


জেলা শিক্ষা অফিসার শরিফুল ইসলাম জানান নীলফামারী জেলায় ২৭৯ টি উচ্চ বিদ্যালয়


ও ১৪৩টি ইবতেদায়ী ও দাখিল মাদ্রাসা এবং ৩৮টি এসএসসি ভোকেশনা স্কুল রয়েছে।


স্কুল পর্যায়ে চাহিদা অনুযায়ী আমরা ২০ লাখ ৮৮ হাজার ৬৯০টি এবং মাদ্রাসা


পর্যায়ে চাহিদা অনুযায়ী ৫ লাখ ৬৭ হাজার ৯৭৫টি এবং এসএসসি ভোকেশনা চাহিদা


অনুযায়ী ৪২ হাজার ৩৬০টি পাঠ্য পুস্তক পেয়েছি। যা নতুন বছরের শুরুতেই


শিক্ষার্থীদের হাতে পৌচ্ছে দেয়া হলো।


অপর দিকে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দিলীপ কুমার বণিক জানায় জেলায় ১


হাজার ৬৯৪টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য চাহিদা অনুযায়ী ১৭ লাখ ৭৪


হাজার ৯৫০টি পাঠ্য পুস্তক বরাদ্দ পেয়ে বছরের শুরুতেই সকল শিক্ষা প্রতিষ্ঠানের


শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হয়েছে।

// Disable right-click context menu // Disable text selection // Disable dragging of images and text // Disable copy events // Disable common keyboard shortcuts for copying // Check for Ctrl/Command key combinations with C, X, S, or P