হোয়াইট হাউসের ওভাল অভিসে জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে স্থানীয় সময় সোমবার (২৩ জুন) বিকেলে সাক্ষাৎ করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।
সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, সোমবার বিকেলে হোয়াইট হাউসের ওভাল অফিসে মার্কিন প্রেসিডেন্ট তার জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে দেখা করবেন।
ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলা এবং ডোনাল্ড ট্রম্পের তেহরানকে দিক পরিবর্তন না করলে শাসনব্যবস্থা পরিবর্তনের হুমকি দেওয়ার পর এই বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এদিকে সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, ট্রাম্পের প্রাথমিকভাবে সোমবার হেগে ন্যাটো শীর্ষ সম্মেলনে যোগদানের কথা ছিল, কিন্তু এখন মঙ্গলবার তিনি রওনা হবেন।
শনিবার ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। পরে প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই ঘোষণা দেন যে, তার দেশ ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় সফল হামলা সম্পন্ন করেছে। স্থাপনাগুলো হলো—ফোরদো, নাতাঞ্জ ও ইস্পাহান।
নিন্দা জানিয়ে এ হামলাকে জঘন্য কাজ বলে আখ্যায়িত করেছে ইরান। দেশটির পারমাণবিক সংস্থা জানিয়েছে, ইরানের গুরুত্বপূর্ণ তিন পারমাণবিক স্থাপনায় শক্রুর হামলা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে, বিশেষ করে নিউক্লিয়ার নন-প্রলিফেরেশন চুক্তি (এনপিটি)।
jug/N