কাওছার হামিদ, কিশোরগঞ্জ নীলফামারী: পাগলাপীর জলঢাকা সড়কের অবস্থা হয়েছে। অতিবৃষ্টির কারণে সড়কটিতে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। গর্তের মধ্যে জমে থাকে পানি ফলে প্রতিনিয়ত লেগে আছে ছোটখাটো দূর্ঘটনা। দূর্ঘটনার কারণে নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন সাধারণ পথচারীসহ চালকরা। সড়কটিতে গর্তের সৃষ্টি হওয়ায় সমস্যা হচ্ছে যানবাহন চলাচলের, তেমনি সমস্যা দেখা দিচ্ছে যানবাহনের ইঞ্জিনসহ নানা যান্ত্রিকের।
সড়কটি ঘুরে দেখা গেছে মাগুড়া বাসস্ট্যান্ড থেকে ঢাকা কোচ স্ট্যান্ড ,গাড়াগ্রাম কালিরথান থেকে জুম্মারপাড়,রনচন্ডী বাজার থেকে বড়ভিটা পর্যন্ত ছোট বড় অনেক গর্তের সৃষ্টি হয়েছে । কয়েকজন পথচারীর সাথে কথা হলে তারা জানান সড়কটিতে গর্তের কারণে বৃষ্টির পানি জমে থাকে এতে করে চলাচল করতে অনেক সমস্যা হচ্ছে। কয়েকজন চালকের সাথে কথা হলে তারা জানান সড়কটিতে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে এবং সেখানে সবসময় জমে থাকে বৃষ্টির পানি। পানি জমে থাকার ফলে গর্ত গুলো বড় আকার ধারণ করায় দূর্ঘটনার স্বীকার হচ্ছি আমরা।
বাজারের কয়েজজন দোকান মালিক জানান সড়কটিতে বড় বড় গর্তের কারণে বৃষ্টির পানি জমাট হয়ে থাকে ফলে যানবাহন চলাচলের সময় পানি ছিটকে দোকানের মধ্যে প্রবেশ করে এতে ভিজে যায় দোকানের মূলবান মালামাল। জনদূর্ভোগ কমাতে এবং দূর্ঘটনা এড়াতে মাগুড়া কোচ স্ট্যান্ডে স্হানীয় হিতাষী ও সমাজসেবক ব্যাক্তি বিশিষ্ট ব্যবসায়ী রায়হানুল আহসান রমি ও ডা.মামুন অর রশিদ কয়েকশত ইট দিয়ে গর্ত ভরাট করার ব্যবস্থা করে দেন।
এবিষয়ে সড়ক ও জনপদ (সওজ) নীলফামারী প্রকৌশলী মোহাম্মদ জহিরুল ইসলামের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন বিষয়টি অবগত আছি বৃষ্টির কারণে কাজ করতে বিলম্ব হচ্ছে আগামীকাল (শনিবার)থেকে কাজ শুরু হবে।