সিরাজগঞ্জ প্রতিনিধি : আজ শনিবার (২১ ডিসেম্বর) বাদ মাগরিব সলঙ্গা বাজার ওয়ালটন শো-রুমে মানবিক সংগঠন "প্রিয় সলঙ্গার গল্প" ফেসবুক গ্রুপের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি কে.এম. আমিনুল ইসলাম হেলালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্টা সহকারী অধ্যাপক আব্দুল মান্নান,উপদেষ্টা এস.এম.ফারুক হায়দার,উপদেষ্টা আব্দুস সালাম মাস্টার,চীফ এডমিন শাহ আলম,এডমিন হারুনর রশিদ, এডমিন শাহিদুল ইসলাম ও মডারেটর নাজমুল হুদা।জরুরি সভায় সংগঠনের বিগত দিনের বিভিন্ন মানবিক কাজের পর্যালোচনা ও সমাজের অসহায়,গরিব-দু:স্থদের আশু শীত নিবারনে প্রতি বছরের ন্যায় এবারও সংগঠনের পক্ষ হতে শীত বস্ত্র বিতরণের জরুরি সিদ্ধান্ত গৃহীত হয়।