Sunday, 02 February 2025, 08:40 PM

শীতার্ত পুনর্বাসিত ভিক্ষুকদের শীতবস্ত্র দিল উপজেলা প্রশাসন

মাফি মহিউদ্দিন, কিশোরগঞ্জ, নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার শীতার্ত পুনর্বাসিত ভিক্ষুকরা পেল শীত নিবারণের জন্য কম্বল। আজ সোমবার (৬ জানুয়ারি) বিভিন্ন ইউনিয়নে ঘুরে ঘুওে এসব শীতবস্ত্র বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী হক।


গত ক’দিন শৈত্য প্রবাহ, ঘনকুয়াশা ও হিমেল হাওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। এ সময় শীতার্তদের শীত নিবারণের জন্য সরকারি বরাদ্দকৃত কম্বল নিয়ে ঘুরে ঘুরে শীতার্ত মানুষদের শীতবস্ত্র দেয় উপজেলা প্রশাসন।


অন্যদিকে উপজেলার পুনর্বাসিত ভিক্ষুকদের শীত হতে রক্ষায় ওই সব পুনর্বাসিতদের আনুষ্ঠানিকভাবে শীতবস্ত্র বিতরণ শুরু করেছে উপজেলা প্রশাসন। আজ সোমবার সকালে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে শীতার্ত পুনর্বাসিত ভিক্ষুকদের শীতবস্ত্র বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী হক। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুল ইসলাম, সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান ও ইউপি সচিবগণ। উপজেলায় ১ হাজার ৪ শত জন পুনর্বাসিত ভিক্ষুকদের মাঝে এ শীতবস্ত্র দেয়া হয়।


উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুল ইসলাম জানান- উপজেলায় এ পর্যন্ত ২ হাজার ৮ শত কম্বল বরাদ্দ পাওয়া গেছে। শীতার্তদের এসব কম্বল বিতরণ করা হচ্ছে। 


উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী হক জানান- শীতার্তদের পাশে সরকার সব সময় আছে ও থাববে। আমরা উপজেলা প্রশাসন এ সকল শীতবস্ত্র শীতার্তদের দিচ্ছি এবং শীতার্তদের পাশে থাকবো।