Thursday, 10 July 2025, 07:37 PM

সিরাজগঞ্জের মাহমুদপুরে ফুটবল টূর্ণামেন্টে'র ফাইনাল খেলা অনুষ্ঠিত

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জ পৌর এলাকার ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন মাহমুদপুর যুগান্তর সংসদ এর আয়োজনে মাসব্যাপী ফুটবল টুর্নামেন্ট-২০২৫ খ্রিঃ এর ফাইনাল খেলা জমকালো আনন্দঘন উৎসব ও সুন্দর পরিবেশে খেলা অনুষ্ঠিত হয়। বিকেলে  আষাঢ়ের বৃষ্টিস্নাত মাঠে এ ফাইনাল খেলাটির শুরুর পূর্বে  জাতীয় পতাকা, ক্লাবের পতাকা ও  ক্রীড়া পতাকা  উত্তোলন,বেলুন ফেস্টুন উড়িয়ে অতিথিরা খেলোয়াড়দের সাথে শুভেচ্ছা বিনিময় পরে এ ফাইনাল খেলার উদ্বোধন করা হয় । খেলা শেষে চ্যাম্পিয়ন দলকে ট্রফি ও রানার্সআপ দলের খেলোয়াড়দের ক্রেস্ট ও পুরস্কার দেওয়া হয়। 


গতকাল শুক্রবার (২০ জুন) বিকেল ৪টায় মাহমুদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত  মাসব্যাপী খেলায় চারটি গ্রুপে বিভক্ত হয়ে  মোট ১৬টি দল প্রতিযোগিতায় অংশ  গ্রহণ করে। টূর্ণামেন্টের  ফাইনালে মুখোমুখি হয় মাহমুদপুর কাকলী একাদশ বনাম মিরপুর কিংস একাদশ। নির্ধারিত সময়ে মধ্যে  খেলা গোলশূন্য ড্র হলে ম্যাচটি গড়ায় টাইব্রেকারে। উত্তেজনাপূর্ণ টাইব্রেকারে -১০-০৯ গোলে জয় লাভ করে মাহমুদপুর কাকলী একাদশ। দু' দলের খেলোয়াড়দের মধ্যে মাহমুদ পুর কাকলী একাদশের পক্ষে  জাতীয় দলের খেলোয়াড় মাহমুদপুরের কৃতিসন্তান ফয়সাল আহমেদ ফাহিম, সাবেক খেলোয়াড় আব্দুল্লাহ পারভেজ এবং মিরপুর কিংস দলের পক্ষে নাইজেরিয়ার খেলোয়াড় আব্বাস এবং জাতীয় দলের সাবেক খেলোয়াড় উজ্জ্বল, 

বিদেশি খেলোয়াড়ের উপস্থিতি খেলাতে  ভিন্নমাত্রা যোগ হয়। 

এ ফুটবল টূর্ণামেন্টে খেলায় উপস্থিত থেকে খেলা উপভোগ করেন এবং নিজহাত চ্যাম্পিয়ন এবং  রানার্সআপ অর্জন কারীদলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলেদেন,   অনুষ্ঠানের প্রধান আর্কষণ  প্রধান অতিথি - সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি লিমিটেড এর প্রসিডেন্ট, একক সংঘ ক্লাবের প্রেসিডেন্ট, কবি ও কবিতা পরিষদ সিরাজগঞ্জ - প্রধান উপদেষ্টা, কেন্দ্রীয় বিএনপি'র নির্বাহী কমিটির সদস্য, সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক, শিক্ষা, সাহিত্য-সাংস্কৃতিক ক্রীড়া অনুরাগী  জনতারখ্যাত মেয়র   মোঃ সাইদুর রহমান বাচ্চু  পুরস্কার বিতরণ পূর্বে তিনি তার বক্তব্যে বলেন, নতুন প্রজন্মদেরকে পড়া-লেখার পাশাপাশি সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হলে সমাজ হতে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত সকল ধরনের অপরাধ মূলক কর্মকান্ড বন্ধ করতে হলে তরুণ ও যুবকদের খেলাধূলায় মনোনিবেশ করতে হবে। শরীর স্বাস্থ্য মনোবল ঠিক রাখতে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি তরুণ সমাজকে শৃঙ্খলা, অধ্যবসায় ও শারীরিক সুস্থতায় অনুপ্রাণিত করে। তরুণ প্রজন্মকে খেলাধুলার মাধ্যমে গড়ে তুলতে আমাদের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।


বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সাবেক ভিপি মোঃ শামীম খান,জেলা বিএনপির   যুগ্ম সাধারণ সম্পাদক এবং  জেলা ট্রাক ও ট্যাংকলরি মালিক গ্রুপের সভাপতি মুন্সী জাহেদ আলম, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আল-আমিন খান, সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ, জেলা ছাত্রদলের সভাপতি মোঃ জুনায়েদ হোসেন সবুজ, সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম সিরাজ প্রমুখ ।


অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন, সিরাজগঞ্জ  জেলা বিএনপির উপদেষ্টা মোঃ ওমর আলী।   এ ফুটবল টূর্ণামেন্টের খেলার অন্যতম আয়োজক  সার্বিক সহযোগিতা ও  পরিচালনা করেন, ক্রীড়ানঅনুরাগী, সিরাজগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ বাবু সেখ। এ ফুটবল টূর্ণামেন্ট ফাইনাল খেলার রেফারি ছিলেন, জেলা ক্রীড়া সংস্থার রেফারি মোঃ হানিফ, সহকারী রেফারি আল- আমিন ও ময়না। এ ফুটবল টূর্ণামেন্ট ফাইনাল খেলায় হাজার হাজার দর্শকেরা বৃষ্টি উপেক্ষা করে কেউবা ছাতা নিয়ে খেলা দেখেন।

// Disable right-click context menu // Disable text selection // Disable dragging of images and text // Disable copy events // Disable common keyboard shortcuts for copying // Check for Ctrl/Command key combinations with C, X, S, or P