জি,এম স্বপ্না, সিরাজগঞ্জ: স্বনামধন্য,ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সলঙ্গা সিনিয়র ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা,সংস্কৃতি ও বার্ষিক পরীক্ষায় কৃতি ছাত্র-ছাত্রীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দিনব্যাপী মাদ্রাসা মাঠে অনুষ্ঠিতব্য এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,মাদ্রাসার অধ্যক্ষ মাও: কে.এম আব্দুল মজিদ।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সিরাজগঞ্জের আতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও মাদ্রাসার সভাপতি জ্বনাব গনপতি রায়। বিশেষ অতিথি ছিলেন, রায়গঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জ্বনাব হুমায়ন কবীর এবং সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,রায়গঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জ্বনাব জাকির হোসাইন,বিশিষ্ট শিক্ষানুরাগী ব্যক্তিত্ব, জুম ইলেট্রনিক্স এর স্বত্বাধিকারী জ্বনাব কে.এম আমিনুল ইসলাম হেলাল।
এ ছাড়াও উপস্থিত ছিলেন,মাদ্রাসার অন্যান্য শিক্ষক/ কর্মচারী, অভিভাবক,শিক্ষার্থীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। সকাল থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন ইভেন্টে প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।শেষে প্রতিযোগীতায় বিজয়ীদের হাতে অতিথিবৃন্দ পুরস্কার তুলে দেন।