জি,এম স্বপ্না,সিরাজগঞ্জ: বৃটিশ বিরোধী আন্দোলনের সুতিকাগার ১৯২২ সালের ২৭ জানুয়ারি রক্তাক্ত সলঙ্গা বিদ্রোহ দিবস গতকাল সোমবার যথাযথ মর্যাদায় পালিত হয়।প্রায় সাড়ে ৪ হাজার শহীদের রক্তে রঞ্জিত ঐতিহাসিক সলঙ্গা আজ অবহেলিত ও বৈষম্যের শিকার।তাই গতকাল সোমবার বিকেলে ফাজিল মাদ্রাসা মোড় গোলচত্বরে "সলঙ্গায় উপজেলা চাই" শ্লোগানে সলঙ্গার সর্বস্তরের ব্যানারে মানব বন্ধন অনুষ্ঠিত হয়।এতে বক্তব্য রাখেন,মতিয়ার রহমান সরকার,হেদায়েতুল ইসলাম আইয়ুব,রাশেদুল ইসলাম শহিদ,গজেন্দ্র নাথ মন্ডল,কে.এম আহসান হাবীব,শাহ আলম,আলী হায়দার হাবীবুর বাসার, বায়েজিদ বোস্তামী,সুজনসহ অনেকে।