Tuesday, 15 July 2025, 01:27 PM

সলঙ্গায় গ্রাম আদালতের দায়িত্ব পেলেন মেম্বর মন্টু

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের ৮ নং সলঙ্গা ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত পরিচালনায় গতিশীলতা আনায়নের দায়িত্ব পেলেন মেম্বর রফিকুল ইসলাম মন্টু।আজ বৃহ:বার ইউনিয়ন পরিষদ কার্যালয় এজলাসে বসে প্রথম বিচার কাজ শুরু করেন তিনি।দীর্ঘদিন ধরে গ্রাম আদালত কার্যক্রম বন্ধ থাকায় পুনরায় চালু করণে ইউনিয়নে বিচারপ্রার্থী, ভুক্তভোগী সাধারন জনগণের মাঝে স্বস্থি ফিরে এসেছে।গত ১৩ এপ্রিল স্বাক্ষরিত উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেহ্ মোহাম্মদ হাসনাত এর পত্রাদেশ মোতাবেক বৃহ:বার হতে মেম্বর রফিকুল ইসলাম মন্টু দায়িত্ব গ্রহন করেন।এ সময় গ্রাম আদালত উল্লাপাড়া কো- অর্ডিনেটর সালমা খাতুন বলেন,অল্প সময়ে,স্বল্প খরচে,সঠিক বিচার পেতে গ্রাম আদালতের ভুমিকা খুবই গুরুত্বপুর্ণ। 


গ্রাম আদালত আইন,২০০৬ অনুয়ায়ী স্হানীয়ভাবে কতিপয় ফৌজদারী ও দেওয়ানী বিরোধের সহজ ও দ্রুত নিষ্পত্তির জন্য ইউনিয়ন পরিষদের গ্রাম আদালত গঠিত হয়েছে।আপনারা ইউনিয়ন পরিষদের গ্রাম আদালত অনধিক ৩,০০,০০০-(তিনলক্ষ) টাকা মূল্যমানের ফৌজদারী ও দেওয়ানী বিরোধ নিষ্পত্তি করতে পারবেন।


সদ্য দায়িত্বপ্রাপ্ত,১ নং ওয়ার্ডের মেম্বর মন্টু উপস্থিতিতের বলেন, আপনারা ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের মাধ্যমে ছোট ছোট বিরোধ গুলো নিস্পত্তি করতে পারবেন।ফৌজদারী মামলার ফি ১০ টাকা এবং দেওয়ানী মামলার ফি ২০ টাকা।ন্যায্য বিচার পেতে এ আদালতে আর অন্য কোন টাকা পয়সা লাগবেনা।তাই আমরা থানা বা আদালত মুখী না হয়ে পক্ষপাতিত্বহীন,সঠিক ও জবাবদিহিমুলক ইউনিয়ন পরিষদের গ্রাম আদালত সক্রিয় করবো ইনশাআল্লাহ। এ সময় ইউনিয়ন পরিষদের সচিব বাসুদেব ঘোষ,ইউনিয়ন পরিষদের সকল মেম্বর,কর্মচারি,গ্রাম পুলিশসহ ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপন্থিত ছিলেন।


// Disable right-click context menu // Disable text selection // Disable dragging of images and text // Disable copy events // Disable common keyboard shortcuts for copying // Check for Ctrl/Command key combinations with C, X, S, or P