Monday, 03 February 2025, 12:06 AM

সৈয়দপুরে গাঁজা সেবনের দায়ে আটক তিন

বিডি নীয়ালা নিউজ(২২জানুয়ারি১৬)- আসাদুজ্জামান সুজন (নীলফামারী প্রতিনিধি): নীলফামারীর সৈয়দপুরে পাবলিক টয়লেটে গাঁজা সেবনের সময় তিনজনকে আটক করেছে থানা পুলিশ।


বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সকালে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- শহরের কাজীপাড়ার গফুরের ছেলে হালিম (২৪), হামিদুলের ছেলে সালমান শাহ (২২) ও আশরাফের ছেলে মামুন (২৮)। পুলিশ জানায়, শহরের রেললাইন সংলগ্ন গণশৌচাগারে গোপনে গাঁজা সেবনের সময় থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করেন।