Monday, 10 March 2025, 07:01 PM

সৈয়দপুরে লায়ন্স কলেজে ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত

জয়নাল আবেদীন হিরো,নীলফামারী জেলা প্রতিনিধিঃ নীলফামারীর সৈয়দপুর লায়ন্স স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার  পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গতকাল  বৃহস্পতিবার  বেলা ২ টার দিকে ওই প্রতিষ্ঠান চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক নুর-ই-আলম সিদ্দিকী। সভাপতিত্ব করেন লায়ন্স স্কুল এন্ড কলেজের পরিচালনা কমিটির সভাপতি শফিয়ার রহমান। বিশেষ অতিথি ছিলেন সৈয়দপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম, সৈয়দপুর লায়ন্স ক্লাবের সভাপতি জাকির হোসেন মেনন ও সৈয়দপুর লায়ন্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মশিউর রহমান। 


ক্রীড়া প্রতিযোগিতার ৫৬ টি ইভেন্ট, যেমন খুশি তেমন সাজো, ডিসপ্লে, পুরুষ অভিভাবকদের ঝুড়িতে বল নিক্ষেপ, মহিলা অভিভাবকদের ভারসাম্য খেলায় বিজয়ী ও  স্টান্ডার্ড নার্সারী শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণিতে উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের পুরষ্কৃত করা হয়।

অনুষ্ঠানে অভিভাবক, শিক্ষার্থী, শিক্ষকবৃন্দসহ, সাংবাদিক ও সূধীজন উপস্থিত ছিলেন। 

// Disable right-click context menu // Disable text selection // Disable dragging of images and text // Disable copy events // Disable common keyboard shortcuts for copying // Check for Ctrl/Command key combinations with C, X, S, or P