Tuesday, 22 July 2025, 06:38 AM

সৈয়দপুরে জামায়াতের কর্মপরিষদ সদস্য শিক্ষা শিবিরে ডা.শফিকুর রহমান

জয়নাল আবেদীন হিরো, নীলফামারী জেলা প্রতিনিধিঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা জামায়াতকে নয়, ইসলামকে ক্ষমতায় আনতে চাই। ইসলামের আলোকে ন্যায়ভিত্তিক রাষ্ট্র কায়েম হলে মদীনার আদলে নারী-পুরুষ সকলে সমান নিরাপত্তা পাবে। এজন্য অর্পিত সাংগঠনিক দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে।


এ জন্য একটি পরিচ্ছন্ন সংগঠনের প্রয়োজনীতার কথা উল্লেখ করে আরো বলেন, সংগঠনের কেউ অপরাধ করলে অপরাধের মাত্রা অনুযায়ী তার বিচার হবে।


তিনি আজ শনিবার (৩১ মে) নীলফামারীর সৈয়দপুর আল-ফারুক একাডেমী মিলনায়তনে জামায়াতে ইসলামীর রংপুর-দিনাজপুর অঞ্চলের উদ্যোগে আয়োজিত জেলা ও মহানগরী কর্মপরিষদ সদস্যদের দুইদিন ব্যাপী শিক্ষা শিবিরের সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।


জামায়াত আমীর আরো বলেন, শহীদ নেতৃবৃন্দের রক্ত, মজলুমের চোখের পানি ও মুখলিছ নেতাকর্মীদের ত্যাগ কুরবানীর কারণে আমাদের প্রতি জনগণের ভালোবাসা ও আস্থা বেড়েছে। এসময় তিনি সকল ইসলামী দল ও শক্তির সাথে যোগাযোগ বৃদ্ধি ও সম্পর্ক সুদৃঢ় করতে জনশক্তিদের তাগিদ দেন।


নিজ দলের নেতা কর্মীদের উদ্দেশ্য তিনি বলেন, ব্যক্তি নিজেকে পাহারা দিবে, সংগঠন সবাইকে পাহারা দিবে। তিনি সংগঠনের নেতা কর্মীদের কুরআন, হাদীসসহ অধ্যয়ন বাড়াতে ও পরিবারের সাথে সম্পর্ক এবং সময়দান বাড়াতে নির্দেশনা দেন।


তিনি বলেন, শিক্ষিত মা হলে জাতি শিক্ষিত হবে। তবে সেই শিক্ষা হতে হবে রাব্বুল আলামিনের নামে। আমাদের আকাঙ্খা হবে প্রত্যেক মানুষকে দ্বীনের ছায়াতলে নিয়ে আসা। এজন্য আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে।


শিক্ষা শিবিরে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল, অঞ্চল সদস্য মুহাম্মদ আব্দুর রশীদ প্রমুখ।

// Disable right-click context menu // Disable text selection // Disable dragging of images and text // Disable copy events // Disable common keyboard shortcuts for copying // Check for Ctrl/Command key combinations with C, X, S, or P