Sunday, 02 February 2025, 06:44 PM

স্টেডিয়ামে আনন্দের উচ্ছাসে কেঁদে ফেললেন প্রধানমন্ত্রী

বিডি নীয়ালা নিউজ(৩ই মার্চ১৬)-স্পোর্টস ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এশিয়া কাপে পাকিস্তান বনাম বাংলাদেশের খেলা উপভোগ করেন।

দুর্দান্ত খেলে বাংলাদেশ ৫ উইকেটে পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে উঠায় খেলার মাঠে উচ্ছ্বাসের একপর্যায়ে প্রধানমন্ত্রী কন্যা সায়মা ওয়াজেদ পুতুলকে জড়িয়ে ধরে কেঁদে ফেলেন এবং খেলোয়াড় ও দর্শকদের হাততালি দিয়ে ও পতাকা নেড়ে অভিনন্দন জানান।

এশিয়া কাপে বাংলাদেশ বনাম পাকিস্তানের টি-টোয়েন্টি ক্রিকেট খেলা দেখতে রাত ৮টায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খেলায় বাংলাদেশের ক্রিকেটারদের কখনো হাততালি দিয়ে কখনো পতাকা নাড়িয়ে উৎসাহ দিতে থাকেন।

বাংলাদেশ ভালো করলেই তিনি ছড়িয়ে দিচ্ছিলেন হাসির উচ্ছ্বলতা। এরপর যখন খেলা শেষ হলো, বাংলাদেশ নিশ্চিত করলো কাঙ্ক্ষিত জয়, তখন উচ্ছ্বাসে পাশেই বসে থাকা মেয়েকে জড়িয়ে ধরেন। আর চোখ থেকে বের হয়ে আসে আনন্দাশ্রু।