Monday, 14 July 2025, 11:56 PM

তাড়াশে সুফলভোগীদের মাঝে বকনা গরু বিতরণ

সিরাজগঞ্জ প্রতিনিধি:  সিরাজগঞ্জের তাড়াশে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠির আর্থ-সামাজিক ও জীবন মনোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফলভোগীদের মাঝে ৯০ জনের মাঝে উন্নতজাতের ক্রসব্রীড বকনা গরু বিতরণ করা হয়েছে।


আজ বুধবার (৩০ এপ্রিল) উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতাল চত্ত¡রে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে উপস্থিত হয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. নুরুল ইসলাম সুফলভোগীদের মাঝে এ বকনা গরু বিতরণ করেন।


এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, তাড়াশ উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুন, উপজেলা মৎস্য কর্মকর্তা মশগুল আজাদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আমিনুল ইসলাম, উপজেলা ভেটেরিনারি মো. বাদল মিয়াসহ অনেকেই।

// Disable right-click context menu // Disable text selection // Disable dragging of images and text // Disable copy events // Disable common keyboard shortcuts for copying // Check for Ctrl/Command key combinations with C, X, S, or P