Sunday, 09 March 2025, 08:57 PM

পুলিশের খোয়া যাওয়া ৫৩৪ আগ্নেয়াস্ত্র উদ্ধার: পুলিশ

ছাত্র–জনতার গণ–আন্দোলনের সময় দেশের বিভিন্ন থানা, পুলিশ ফাঁড়ি ও পুলিশ লাইনস থেকে লুট হওয়া ৫৩৪টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আজ বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তরের এক হোয়াটসঅ্যাপ বার্তায় পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।

হোয়াটসঅ্যাপ বার্তায় বলা হয়, পুলিশের কাছ থেকে লুট হওয়া অস্ত্রগুলোর মধ্যে আজ বৃহস্পতিবার পর্যন্ত নানা ধরনের ৫৩৪টি ধরনের আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। এ সময় ১০ হাজার ২১৯টি গুলি, ৩৫৯টি কাঁদানে গ্যাসের সেল এবং ১৪২টি সাউন্ড গ্রেনেড উদ্ধার করা হয়।

// Disable right-click context menu // Disable text selection // Disable dragging of images and text // Disable copy events // Disable common keyboard shortcuts for copying // Check for Ctrl/Command key combinations with C, X, S, or P