কাওছার হামিদ,কিশোরগঞ্জ(নীলফামারী)\ মুহাম্মাদ খান ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত দ্যা বেষ্ট অব দ্যা কিশোরগঞ্জ উপজেলা ২০২৫ এর চুড়ান্ত পরীক্ষা দুটি ভেণ্যুতে গতকাল অনুষ্ঠিত হয়েছে। ভেণ্যু গুলো হলো শরীফাবাদ স্কুল এন্ড কলেজে এবং কিশোরগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। প্রাথমিক ধাপে পরীক্ষার মাধ্যমে নির্বাচিত কোমলমতি মেধাবী শিক্ষার্থীরা উৎসবমুখর পরিবেশে চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণ করে মোট পরীক্ষার্থী ৯৪৬ জন। অংশগ্রহণকারী মাধ্যমিক বিদ্যালয় সংখ্যা ২৭ টি এবং পরীক্ষার উপস্থিতি ছিলো ৮৫%। কিশোরগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১২ টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহন করে। সেখানে পর্যবেক্ষক হিসেবে ছিলেন ওসি তদন্ত আব্দুল কুদ্দুস ও সাব ইন্সপেক্টর রিপন। শরীফাবাদ স্কুল এন্ড কলেজ, কেন্দ্রে ১৫ টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে এখানে পর্যবেক্ষক হিসেবে ছিলেন কিশোরগগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা তাহমিনা শিরীন। উপজেলা পর্যায়ে চূড়ান্ত পরীক্ষার পরীক্ষকগণ হচ্ছে আরিফুল ইসলাম আরিফ, গোলাম রব্বানী, হিবজুর হাসিব, শিহাব, রাব্বি, অমিত, মিশুক, স্বাধীন, রানা, রব্বানী, শামীম, কাজল খান, নাহিদ,লোহিদ,মাশরাফি, ইসমাইল খান । প্রধান পরীক্ষক ও নিয়ন্ত্রক হিসেবে ছিলেন খান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বিশিষ্ট সমাজ সেবক আজমির হোসেন খান (বুলেট)। উল্লেখ্য যে, মুহাম্মাদ খান ফাউন্ডেশন কর্তৃক ২০২২ এবং ২০২৪ সালেও ইউনিয়ন পর্যায়ে মেধা মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হয়। উপজেলা পর্যায়ে "দ্যা বেষ্ট অব দ্যা কিশোরগঞ্জ উপজেলা ২০২৫ শিক্ষামূলক প্রতিযোগিতাটি হচ্ছে খান ফাউন্ডেশনের ৩য় শিক্ষামূলক প্রতিযোগিতা মূলক কর্মসূচি ।