Sunday, 22 December 2024, 07:45 AM

‘ফিরে আসো না’ মিউজিক ভিডিওতে ইমরান-পিয়া (ভিডিও)

বিডি নীয়ালা নিউজ(২৮ই এপ্রিল১৬)-অনলাইন প্রতিবেদনঃ  সম্প্রতি ইউটিউবে মুক্তি পেয়েছে সঙ্গীতশিল্পী ইমরানের নতুন মিউজিক ভিডিও।


ফিরে আসো না শিরোনামের এই মিউজিক ভিডিওতে ইমরানের সঙ্গে প্রথমবারের মতো মডেল হয়েছেন মডেল ও অভিনেত্রী পিয়া বিপাশা।


গানটি লিখেছেন স্নেহাশিষ ঘোষ এবং সুর ও সঙ্গীতায়োজন করেছেন ইমরান।


এই বিষয়ে ইমরান  বলেন, গানটি এতোটাই জনপ্রিয় পেয়েছিল যে অনেক অনুরোধ আসছিল এই গানের মিউজিক ভিডিও বানানোর। সেই থেকে আসলে এটি বানানো। আশা করি দর্শকদের ভালো লাগবে।


ভিডিওটি নির্মাণ করেছেন চন্দন রয় চৌধুরী। মিউজিক ভিডিওটি প্রকাশের কিছু সময়ের মধ্যেই প্রায় চার হাজার বার দেখা হয়ে গেছে।