এম.আর. সোহেল স্টাফ রিপোর্টার :-
ভৈরবের জনসভায় ধানের শীষে মাঝরাতে মঞ্চে উঠলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান; তার আগেই জনসভা রূপ নিয়েছে জনসমুদ্রে; ধানের শীষের স্লোগানে রাতের নিস্তবদ্ধতা কেটে তখন মুখর কিশোরগঞ্জের ভৈরবের পৌর স্টেডিয়াম মাঠ, যেন তিল ধারণের ঠাঁই নেই। রাতের বাধা কাটিয়ে অপেক্ষায় থাকা নেতাকর্মীদের উদ্দেশে কথা বলা শুরু করলেন তারেক রহমান। আহ্বান রাখলেন ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দেওয়ার। সে জন্য তিনি ভোটারদের তাহাজ্জুদের নামাজ আদায় করে প্রস্তুত হওয়ার আহ্বান রেখে বললেন, “ফজরের নামাজ আদায় করেই ভোটকেন্দ্রে গিয়ে লাইন দিতে হবে।”বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে ভৈরব পৌর স্টেডিয়াম মাঠের জনসভায় বক্তব্য দেওয়া শুরু করেন তারেক রহমান। ওই রাতে বিএনপির হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতি দেখা যায়। ভৈরবে নির্বাচনী এই বিশাল জনসভায়। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেন, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। মিডিয়ায় খবর এসেছে কিভাবে বিদেশি ভাইদের ব্যালট পেপার একটি দল দখলে নিয়েছে। এমন ষড়যন্ত্র দেশেও হচ্ছে। আগে যে নিশি রাতের নির্বাচন হয়েছিল, সেটা করার চেষ্টা করা হচ্ছে। জুলাই আন্দোলন প্রসঙ্গে তারেক রহমান বলেন, সব ধর্মবর্ণ নির্বিশেষে এ দেশের মানুষ মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল। একইভাবে ফ্যাসিবাদী পতন আন্দোলন সব ধর্মবর্ণের মানুষ অংশগ্রহণ করেছে। এ দেশ কারও একার নয়। এ দেশ সবার। তাই সবার আগে বাংলাদেশ। তিনি বলেন, ‘আমরা ক্ষমতায় গেলে কৃষকদের জন্য কৃষি কার্ড চালু করব। গরিব-দুঃখী মানুষের জন্য ফ্যামিলি কার্ড চালু করব। যারা দীর্ঘ ১৭ বছর আন্দোলন সংগ্রামে নিঃস্ব হয়েছেন, তাদের জন্য আমরা বিশেষ ভাতা চালু করব। পাশাপাশি মজজিদ-মাদ্রাসার ইমাম মুয়াজ্জিনদের জন্য বিশেষ ভাতা চালু করব।’ জনসভায় সভাপতিত্ব করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম। কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী মো: ইসরাইল মিয়ার সঞ্চালনায় জনসভায় বক্তৃতা করেন, ভৈরব উপজেলা বিএনপির সভাপতি মোঃ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র হাজী মোঃ শাহীন সাধারণ সম্পাদক ভিপি মজিবুর রহমান কিশোরগঞ্জ -৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থীরা -সহ এছাড়াও বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এতে বক্তব্য দেন। দলীয় নেতাকর্মীরা জানান,দীর্ঘ ১৭ বছর পর কিশোরগঞ্জের ভৈরবের জনসভাকে কেন্দ্র করে বিকেল ৩টার পর থেকে বিএনপির নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন নিয়ে জনসভাস্থলে এসে জড়ো হতে থাকেন। পরে কানায় কানায় পূর্ণ হয়ে উঠে জনসভাস্থল। রাত ১২ টার দিকে জনসভার মঞ্চে আসেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এসময় সঙ্গে সঙ্গে মঞ্চ থাকা বিএনপি মনোনীত কিশোরগঞ্জের -ছয়টি আসনের প্রার্থীদের জনতার সামনে পরিচয় করিয়ে তাদের ধানের শীর্ষে ভোট দেয়ার আহ্বান জানান তিনি ।পরে ভৈরববাসীর উদ্দেশে বর্তমান প্রেক্ষাপট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বক্তৃতা করেন তিনি।