সুব্রত চন্দ্র দাস (গাজীপুর প্রতিনিধি): গাজীপুর-৫(কালীগঞ্জ–পূবাইল–বাড়ীয়া) সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী জেলা বিএনপির আহ্বায়ক এ কে এম ফজলুল হক মিলন নিজেই আনুষ্ঠানিকভাবে ধানের শীষ মার্কায় নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন ৪২নং ওয়ার্ড, মীরের বাজার এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণের মাধ্যমে তিনি এই প্রচারণা শুরু করেন। গণসংযোগকালে গাজীপুর জেলা বিএনপির সম্মানিত আহবায়ক ও গাজীপুর ০৫ আসনের ধানের শীষ মনোনীত প্রার্থী মীরের বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, দোকানপাট ও সাধারণ পথচারীদের দ্বারে দ্বারে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা ও দোয়া চান । এ সময় বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মুহুর্মুহু স্লোগানে পুরো মীরের বাজার এলাকা মুখরিত হয়ে ওঠে। এর আগে প্রচারণাকে কেন্দ্র করে পূবাইলের বিভিন্ন মহল্লা থেকে ব্যানার-ফেস্টুনসহ মিছিল নিয়ে মীরের বাজার জড়ো হন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। মিছিলটি বাজারের প্রধান প্রধান সড়ক ও অলিগলি প্রদক্ষিণ করে শেষ করেন। প্রচারণায় অংশ নেওয়া নেতাকর্মীরা জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। ধানের শীষের পক্ষে জনমত গঠন এবং দলের বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে তারা মাঠপর্যায়ে ধারাবাহিকভাবে এই গণসংযোগ কর্মসূচিটি অব্যাহত রাখবেন ।গণসংযোগকালে স্থানীয় বিএনপি, যুবদল, শ্রমিক দল, কৃষক দল, ওলামা দল, মহিলা দল ও ছাত্রদলসহ অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।