ডেস্ক রিপোর্টঃ মেহেদী হাসান মিরাজ আর সাকিব আল হাসানের দুর্দান্ত বোলিংয়ে ইংল্যান্ডকে ঢাকা টেস্টে ১০৮ রানে হারিয়েছে বাংলাদেশ।
এটি ইংল্যান্ডের বিরুদ্ধে বাংলাদেশের প্রথম টেস্ট জয়।
২০০০ সাল থেকে টেস্ট শুরুর পর এটি বাংলাদেশের অষ্টম টেস্ট জয়।
উদ্বোধনী জুটিতে শতরান তুললেও প্রথমে মিরাজ ও পরে সাকিব ইংল্যান্ডের ইনিংস গুড়িয়ে দেন।
এক টেস্টেই ১১ উইকেট !! এক টেস্টের দুই ইনিংসেই ৫ টি বা এর বেশি উইকেট।
ঢাকায় চলমান টেস্টে এই কৃতিত্বই দেখালেন বাংলাদেশের তরুণ ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ।
তাও আবার নিজের দ্বিতীয় টেস্টেই।
২৭২ রানের টার্গেটের দিকে সহজেই এগিয়ে যাচ্ছিলো ইংল্যান্ড।
উদ্বোধনী জুটি তাদের তুলে ফেলেছিলো ঠিক ১০০ রান।
শতরানের মাথায় এ জুটি ভাঙ্গলেন মিরাজ।
এরপর ১০৫ রানের মাথায় রুটের উইকেট নিয়ে বাংলাদেশকে খেলায় ফিরিয়ে আনেন সাকিব আল হাসান।
এরপর একে গ্যারি ব্যালেন্স, মইন আলী, অ্যালিস্টার কুক ও বেয়ারস্টোর উইকেট তুলে নিয়ে ইংল্যান্ডকে দিশেহারা করে দেন মিরাজ।
অর্থাৎ নিজের দ্বিতীয় টেস্টে নেমে এক টেস্টে এ পর্যন্ত বেশি উইকেট তুলে নেয়ার দারুণ কৃতিত্ব এখন মেহেদী হাসান মিরাজের।
এর পর নিজের ১১তম ওভারে এবং ইনিংসের ৪২ তম ওভারে সাকিব একাই তুলে নেন তিন উইকেট।
এর আগে ইংল্যান্ডের প্রথম ইনিংসে ৮২ রানে ৬ উইকেটের পর দ্বিতীয় ইনিংসে এর মধ্যেই ৫ উইকেট।
অন্যদিকে হঠাৎ ছন্দপতনে বিপর্যস্ত ইংল্যান্ডকে জয় পেতে হলে তুলতে হবে আরও ১২৬ রান।
হাতে রয়েছে তিন উইকেট ।
বি/বি/সি/এন