Friday, 15 August 2025, 02:12 AM

জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল অধ্যাদেশ অনুমোদন

‘জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর চূড়ান্ত অনুমোদন দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ।



বৃহস্পতিবার (১৫ মে) তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের ২৮তম বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। 


এতে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।


সভায় ‘জুলাই গণঅভ্যুত্থানে শহিদ পরিবার এবং আহত ছাত্র-জনতার কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া পুনর্গঠনসহ সার্বিক পর্যালোচনার জন্য গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়; স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়; স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টাদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় এই কমিটিকে সাচিবিক সহায়তা দেবে।



পাশাপাশি ‘জাতীয় জিন ব্যাংক ব্যবস্থাপনা নীতিমালা-২০২৪’-প্রণয়ন সংক্রান্ত উপদেষ্টা কমিটির প্রতিবেদন পর্যালোচনা করা হয়েছে। এ বিষয়ে উপদেষ্টা কমিটির প্রতিবেদন গৃহীত হয়েছে। 


সভায় ‘জাতীয় নগর নীতি ২০২৫’ পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের সদস্যের নেতৃত্বে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার বিভাগের সচিবের সমন্বয়ে গঠিত কমিটি কর্তৃক পুনর্গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়। 


বৈঠকের আলোচনা অনুযায়ী পরিমার্জন-সাপেক্ষে বাংলায় প্রণীত ‘ড্রেজিং ও ড্রেজড ম্যাটেরিয়াল ব্যবস্থাপনা নীতিমালা’র খসড়া অনুমোদন করা হয়েছে। এই নীতিমালার উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলো হলো- (ক) পরিকল্পিতভাবে সুষ্ঠু ও সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে ড্রেজিং কার্যক্রম পরিচালনা ও ড্রেজড ম্যাটেরিয়ালের সর্বোত্তম ব্যবহার এই নীতিমালার মাধ্যমে নিশ্চিত করা হবে। (খ) সর্বজনীন ব্যবহার অর্থ্যাৎ সরকারি, বেসরকারি অথবা যৌথভাবে ড্রেজিং কার্যক্রম পরিচালনাকালে ড্রেজিং ও ড্রেজড ম্যাটেরিয়াল ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়/বিভাগ ও এর আওতাধীন সংস্থার জন্য এই নীতিমালা প্রযোজ্য হবে। (গ) ড্রেজড ম্যাটেরিয়ালের পরিবেশসম্মত ব্যবস্থাপনা, নদ-নদীর পানি-ধারণ ক্ষমতা বৃদ্ধি, মৎস্য-কৃষি-সেচ ব্যবস্থার উন্নয়ন, জলাভূমির জীববৈচিত্র্য সুরক্ষা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় নীতিমালাটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। (ঘ) এই নীতিমালার বিধানগুলো সঠিকভাবে বাস্তবায়ন ও প্রয়োগের জন্য প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনি কাঠামো অন্তর্ভুক্ত করা হয়েছে। (ঙ) প্রচলিত অন্য কোন বিধি-বিধানের সঙ্গে এই নীতিমালা সাংঘর্ষিক নয়।


এছাড়াও দীর্ঘদিনের পুরান হাইড্রোগ্রাফিক জরিপের ভিত্তিতে প্রদত্ত ইজারাধীন বালুমহালের ক্ষেত্রে নতুন করে ইজারা কার্যক্রম গ্রহণের পূর্বে পুনরায় হাইড্রোগ্রাফিক জরিপ সম্পন্ন করে ইজারা কার্যক্রম গ্রহণ করা; সূর্যাস্তের পর বালু উত্তোলন বন্ধ করা এবং অবৈধভাবে উত্তোলিত বালু নিলামে বিক্রি না করে সরকারি প্রতিষ্ঠানের নির্মাণকাজে ব্যবহার করার বিধান অন্তর্ভুক্ত করে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’-এর আওতায় জারিকৃত ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা বিধিমালা ২০১১’ হালনাগাদ করার সিদ্ধান্ত হয় সভায়। ভূমি মন্ত্রণালয় এ বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করবে।

jug/n

// Disable right-click context menu // Disable text selection // Disable dragging of images and text // Disable copy events // Disable common keyboard shortcuts for copying // Check for Ctrl/Command key combinations with C, X, S, or P