Thursday, 29 January 2026, 12:51 PM

জয়পুরহাট জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হলেন পিয়ারা ছাতিনালী...

মোঃ আমজাদ হোসেন স্টাফ রিপোর্টার: জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে জয়পুরহাট জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন "পিয়ারা ছাতিনালী উচ্চ বিদ্যালয়ের" প্রধান শিক্ষক মোছাঃ আফরোজা খানম চৌধুরী। বিদ্যালয়টি পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়ন পরিষদ ও ছাতিনালী বাজার সংলগ্ন অবস্থিত। (১৩ জানুয়ারী) মঙ্গলবার জেলা প্রশাসক ও জেলা শিক্ষা অফিসারের স্বাক্ষরিত ফলাফলের মাধ্যমে তার এই অর্জন নিশ্চিত করা হয়। শিক্ষা ক্ষেত্রে দীর্ঘদিনের অভিজ্ঞতা, নিষ্ঠা ও পেশাগত দক্ষতার স্বীকৃতি হিসেবে তিনি এ সম্মাননা লাভ করেন। এর আগেও মানুষ গড়ার কারিগর এ শিক্ষক উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক নির্বাচিত হয়েছিলেন। পাচবিবি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ তোফাজ্জল হোসেন জানান, শিক্ষাগত যোগ্যতা, শিক্ষকতার অভিজ্ঞতা, বিষয়ভিত্তিক দক্ষতা, নিয়মিত প্রশিক্ষণ গ্রহণ, সৃজনশীল প্রশ্ন প্রণয়ন, ডিজিটাল কনটেন্ট প্রস্তুত, মাল্টিমিডিয়ার কার্যকর ব্যবহার, গবেষণামূলক প্রকাশনা এবং পাঠ পর্যায়ে উপস্থাপন সক্ষমতার ভিত্তিতেই তাকে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচন করা হয়। তার এ অর্জনে বিদ্যালয়ের সকল শিক্ষক, ম্যানেজিং কমিটি, অভিভাবকগণ ও এলাকার সুধীজন সহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। উপজেলার আওলাই ইউনিয়নের ধলটিকর গ্রামের মরহুম মশিহর রহমান চৌধুরীর কন্যা আফরোজা খানম চৌধুরী। তিনি এ গ্রামের চৌধুরী বাড়ির একজন কৃতি সন্তান।

// Disable right-click context menu // Disable text selection // Disable dragging of images and text // Disable copy events // Disable common keyboard shortcuts for copying // Check for Ctrl/Command key combinations with C, X, S, or P