Thursday, 29 January 2026, 12:52 PM

জয়পুরহাটে নাগরিক পার্টি জেলা কমিটির বিরুদ্ধে অনাস্থা ঘোষনা।

মোঃ আমজাদ হোসেন স্টাফ রিপোর্টার: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জয়পুরহাট জেলা কমিটির বিরুদ্ধে দীর্ঘদিনের জমে থাকা অসন্তোষ অবশেষে প্রকাশ্যে রূপ নিয়েছে। সাংগঠনিক ব্যর্থতা, নেতৃত্বের অদক্ষতা, গণতান্ত্রিক চর্চার স্থবিরতা এবং তৃণমূলের মতামত ধারাবাহিকভাবে উপেক্ষার অভিযোগে ক্ষুব্ধ হয়ে দলের বৃহত্তর অংশ আনুষ্ঠানিকভাবে জেলা কমিটির বিরুদ্ধে অনাস্থা ঘোষণা করেছে। ২৩ জানুয়ারি, সন্ধ্যায় জয়পুরহাট শহরের ফ্রেন্ডস গার্ডেনে অনুষ্ঠিত এক জরুরি সংবাদ সম্মেলনের মাধ্যমে এই অনাস্থার ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনকে ঘিরে জেলাজুড়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও উত্তেজনা সৃষ্টি হয়েছে। সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে অকার্যকর ও বিচ্ছিন্ন নেতৃত্বের কারণে জয়পুরহাট জেলা এনসিপিতে চরম সাংগঠনিক স্থবিরতা বিরাজ করছে। সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া একক প্রভাবাধীন হয়ে পড়েছে এবং তৃণমূলের সঙ্গে জেলা নেতৃত্বের কার্যকর যোগাযোগ প্রায় সম্পূর্ণভাবে ভেঙে গেছে। এমনকি গুরুত্বপূর্ণ সাংগঠনিক সিদ্ধান্তেও কমিটির বহু সদস্যকে অন্ধকারে রাখা হয়েছে বলে অভিযোগ ওঠে। এনসিপির বৃহত্তর অংশ, জাতীয় ছাত্রশক্তি ও জাতীয় যুবশক্তির নেতৃবৃন্দ একযোগে বলেন “এই জেলা কমিটি দিয়ে রাজনীতি নয়, বরং অচলাবস্থাই দীর্ঘায়িত হবে। সংবাদ সম্মেলনে জেলা কমিটির প্রতি আনুষ্ঠানিক অনাস্থা প্রস্তাব উত্থাপন করা হয় এবং এনসিপির কেন্দ্রীয় নেতৃত্বের কাছে অবিলম্বে জেলা কমিটি রিফর্ম ও পুনর্গঠনের জোর দাবি জানানো হয়। এ সময় জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক আবু রায়হান আরও কঠোর অবস্থান তুলে ধরে বলেন, জেলা কমিটি রিফর্ম ও পুনর্গঠন না হলে সংবাদ সম্মেলনের পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে এনসিপির বৃহত্তর অংশ, জাতীয় ছাত্রশক্তি ও জাতীয় যুবশক্তির দায়িত্বশীল সকল নেতৃবৃন্দ সম্মিলিতভাবে পদত্যাগ করবেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই অনাস্থা ও আল্টিমেটাম এনসিপির অভ্যন্তরীণ সংকটকে আরও গভীর করতে পারে। শুক্রবারের সংবাদ সম্মেলনকে কেন্দ্র করে জয়পুরহাটের রাজনৈতিক মহলে কৌতূহল ও উত্তেজনা এখন তুঙ্গে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক আবু রায়হান, অধ্যক্ষ মুফতি মাওলানা সাহেব আলী, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ওমর আলী বাবু, যুগ্ম সদস্য সচিব আবদুল্লাহ আনসারী, সাংগঠনিক সম্পাদক আল হেলাল, সদস্য মুকুল হোসেন, মনিরুজ্জামান, মাসুদ রানা ও রুবেল হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন জাতীয় ছাত্রশক্তি জয়পুরহাট জেলার আহ্বায়ক সৈয়দ আহমেদ উল্লাহ শাকিল, সদস্য সচিব মোঃ রাহিছুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুশফিক আহমেদ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাহমিদ হাসান পিয়াল, যুগ্ম সদস্য সচিব ইশতিয়াক ও জোবায়ের জোহা। জাতীয় যুবশক্তির মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সংগঠক মোঃ আশরাফুল ইসলাম, জয়পুরহাট জেলা আহ্বায়ক ইমরান হোসেন, সদস্য সচিব গোলাপ হোসেন এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিপ্লব হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন ওয়ারিয়র্স অফ জুলাই জয়পুরহাট জেলা সদস্য সচিব রাশেদুল ইসলাম।

// Disable right-click context menu // Disable text selection // Disable dragging of images and text // Disable copy events // Disable common keyboard shortcuts for copying // Check for Ctrl/Command key combinations with C, X, S, or P