কাজল চোখের মেয়ে”
……………..জুয়েল ইসলাম
তোমার ঐ হাসিতে বৃষ্টি নামে
পাহাড়, ঝর্ণার ও বৃষ্টি থামে।
তোমার ঐ তাকানোয় জ্যোৎস্না ঝরে,
ঝরে দু’চোখ বেয়ে বেয়ে
ও কাজল চোখের মেয়ে।
তোমার ঐ চোখ দুটো টানা টানা
এ কোন মায়ায় জড়ালে আমাকে
দেখতে ইচ্ছে করে তোমাকে
ও কাজল চোখের মেয়ে।
ঐ বুলি যে পাগল করে
হৃদয়ে আমার হাতুড়ি মারে।
তোমার প্রেমে আমি অমর হব
না হয় প্রেম সাগরে ডুবে রব
ও কাজল চোখের মেয়ে।
তোমার ক্রন্দনে বজ্রহানে
আমার বুকের মাঝখানে
ও কাজল চোখের মেয়ে।
ঐ মেয়েতেই মুগ্ধ আমি
জানে শুধু অন্তরযামী
তোমার গুণের কথা যতই বলি
বলতে বলতে যাবে জীবন চলি
তবুও কম হবে গুণের চেয়ে
ও কাজল চোখের মেয়ে।
এ কোন মায়ায় জড়ালে আমায়
ভুলতে পারি না তোমাকে
ও কাজল চোখের মেয়ে।