কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ | ০৯ জানুয়ারি ২০২৬ খ্রি. কিশোরগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে বৃহস্পতিবার (০৯ জানুয়ারি ২০২৬ খ্রি.) দুপুর ২টা ৩০ মিনিটে কিশোরগঞ্জ সদর মডেল থানা প্রাঙ্গণে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। এ আয়োজনে থানার আওতাধীন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ব্যাপক ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। অনুষ্ঠানে রাজনৈতিক দল, ব্যবসায়ী সংগঠন, সাংবাদিক, ছাত্র ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। উপস্থিতদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন— হাজী ইসরাইল মিয়া (সাবেক সাংগঠনিক সম্পাদক, জেলা বিএনপি), মোঃ আশফাক (সভাপতি, পৌর বিএনপি), জি এস শরীফ (সভাপতি, জেলা যুবদল), দিদারুল ইসলাম দিদার (সাধারণ সম্পাদক, জেলা শ্রমিক দল), শাহজাহান সানাউল্লাহ (আহ্বায়ক, ১১নং দানাপাটুলি ইউনিয়ন যুবদল), মাওলানা নাজমুল ইসলাম (সাধারণ সম্পাদক, জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ), মোঃ রোকন উদ্দিন (সভাপতি, ইসলামী আন্দোলন সদর উপজেলা), মোঃ ফয়সাল প্রিন্স (সদস্য সচিব, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, কিশোরগঞ্জ জেলা শাখা), হাসান আব্দুল্লাহ মামুন (সভাপতি, জেলা শিবির), রাফিউল ইসলাম নওশাদ (জেলা ছাত্রদল), খাইরুল ইসলাম (সভাপতি, বড়বাজার ব্যবসায়ী সমিতি), রফিকুল ইসলাম শওকত (সভাপতি, গৌরঙ্গবাজার ব্যবসায়ী সমিতি) এবং সাইফুল মালেক চৌধুরী (সাধারণ সম্পাদক, কিশোরগঞ্জ জেলা প্রেসক্লাব)। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কিশোরগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শরিফুল হক। ওপেন হাউজ ডেতে পুলিশ সুপার কিশোরগঞ্জ সদর মডেল থানার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাধারণ জনগণের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন। আলোচনায় অংশগ্রহণকারী নাগরিকরা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও ২০২৬ সালের গণভোটকে কেন্দ্র করে বিভিন্ন প্রশ্ন, মতামত ও পরামর্শ তুলে ধরেন। মতবিনিময়কালে পুলিশ সুপার বলেন, “পুলিশের সবচেয়ে বড় শক্তি হচ্ছে জনগণ। গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় রেখে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের লক্ষ্যে কিশোরগঞ্জ জেলা পুলিশ সম্পূর্ণ প্রস্তুত। জনগণের সহযোগিতায়ই একটি নিরাপদ ও উন্নত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।” তিনি আরও বলেন, শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় পুলিশ ও জনগণের পারস্পরিক সহযোগিতা অপরিহার্য। মুক্ত আলোচনায় পুলিশ সুপার উপস্থিত জনগণের কাছে জানতে চান— এলাকায় কোনো আইন-শৃঙ্খলা সমস্যা রয়েছে কি না, কেউ অযাচিত পুলিশি হয়রানির শিকার হচ্ছেন কি না, মাদক, চাঁদাবাজি কিংবা অপরাধীদের কোনো তৎপরতা আছে কি না। এ সময় স্থানীয়রা তাদের বিভিন্ন সমস্যা ও অভিজ্ঞতার কথা তুলে ধরলে পুলিশ সুপার মনোযোগ সহকারে তা শোনেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। তিনি বলেন, জনগণের জানমাল নিরাপত্তা নিশ্চিত করতে কিশোরগঞ্জ জেলা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জনগণের দোরগোড়ায় আইনের শাসন পৌঁছে দেওয়াইমা ওপেন হাউজ ডে আয়োজনের মূল উদ্দেশ্য, যা জনবান্ধব পুলিশিং কার্যক্রমকে আরও গতিশীল করবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম ভূঁইয়া।