কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধিঃ
ট্রাক্টরের লাঙ্গলের ঢাকনার উপরে বসে বক শিকার করার সময় ট্রাক্টরের ফলায় পড়ে গিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়নের খোলাহাটি গ্রামের মুক্তা হিমাগারের পিছনে ঘটনাটি ঘটে। নিহত যুবক লিমন মিয়া (২৪) নিতাই ইউনিয়নের খোলাহাটি গ্রামের হানিফুল ইসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শীসুত্রে জানা গেছে, নিতাই পানিয়াল পুকুর খোলাহাটি গ্রামের কৃষক শহিদুল ইসলাম ভুট্টা লাগানোর জন্য ট্রাক্টর দিয়ে জমি চাষ করছিল। এসময় কিছু সাদাবক জমির কিট পতঙ্গ আহার করার জন্য জমিতে পড়লে বক শিকারী লিমন মিয়া ট্রাক্টরের লাঙ্গলের ঢাকনার উপরে বসে বক শিকার করার সময় ট্রাক্টরের ঝাকুনিতে নিজের ভারসাম্য ধরে রাখতে না পেরে বক শিকারী লাঙ্গলের অগ্রভাগে পড়ে ওই বক শিকারীর শরীর ক্ষতবিক্ষত হয়ে ঘটনা স্থলে মৃত্যু হয়।। তার এ অবস্থা দেখে ট্রাক্টর চালক লাল মিয়া গাড়ি থামিয়ে দ্রুত সটকে পরে। নিহত পরিবারের লোকজন খবর শুনে ওই বক শিকারীর লাশ উদ্ধার করেন।
কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ লুৎফর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইননানুগ ব্যাবস্থা গ্রহন করা হবে।