কাওছার হামিদ,কিশোরগঞ্জ(নীলফামারী):
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের পূর্বদলিরাম (ডিও) পাড়া এলাকায় শীতার্থ ৩ শতাধিক গরীব,অসহায় ও ছিন্নমুল মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেন স্বেচ্ছাবেসী সংগঠন মোঃ ইউনুছ আলী মেমোরিয়াল ফাউন্ডেশন।
শনিবার (১৭ জানুয়ারি) সকালে এ বিতরণ কর্যক্রমের উদ্বোধন করেন অত্র ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব আরিফুল আলম।
রংপুর জেলা শিক্ষা অফিসার এনায়েত হোসেনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাকির হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার,কুড়িগ্রাম সদর মোঃ মিজানুর রহমান, বিশিষ্ট সমাজসেবক আখেরুজ্জামান (লাল) সহ স্থানীয়গন্যমান্য ব্যক্তিবর্গ। সেই সাথে প্রয়াত ইউনুছ আলীর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা সালামত হোসেন।
জনাগেছে মোঃ ইউনুছ আলী মেমোরিয়াল ফাউন্ডেশন কর্তৃক বিগত দিনে ঘটে যাওয়া ঘুর্ণিঝড় কবলিত এলাকা বানিয়া পাড়া, ডিসির মোড় ও ডিও পাড়া এলাকায় ক্ষতিগ্রস্থ পরিবার গুলোর মাঝে প্রায় ৩ লক্ষাধিক টাকা আর্থিক অনুদান প্রদান করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শরীফাবাদ স্কুল এন্ড কলেজের প্রভাষক হাবিবুর রহমান।