স্টাফ রিপোর্টার:
নীলফামারীর কিশোরগঞ্জে শীতার্ত দীনি হতদরিদ্র ও এতিম শিক্ষার্থীদের মাঝেই শীতবস্ত্র বিতরণ করা হয়েছে ।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে উপজেলার সামাজিক ও মানবিক সংগঠন এর সহায়তায় ও মিডিয়া পার্টনার বিডি নিয়ালা নিউজ ও বাংলার গণজাগরণে সার্বিক তত্ত্বাবধানে কিশোরগঞ্জ সদর ইউনিয়নের মধ্যেই রাজিব চেংমারী জামিয়াতুল উলুম মাদ্রাসা ও এতিমখানার ২৫ জন হতদরিদ্র ও এতিমদিনি শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র হিসেবে ব্লেজার বিতরণ করা হয়। শীতার্তদের মাঝে শীতবস্তুর তুলে দেন উপজেলা এ্যডকিউ এর সভাপতি আব্দুল মান্নান, অত্র প্রতিষ্ঠানের মেহতামিম মুফতি আব্বাস আলী,এর সদস্য মোজাম্মেল হক নয়ন প্রমুখ। শীতবস্ত্র পেয়ে দ্বীনি শিক্ষার্থীদের চোখে মুখে ফুটে উঠে হাসির ঝিলিক ।এমন সময় মেহনতি আব্বাস আলী বলেন দ্বীন শিক্ষার্থীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ একটি পূর্ণময় কাজ যা তাদের কষ্ট লাঘব করে এবং ইসলামে ইবাদত হিসেবে গণ্য হয়।