Sunday, 22 December 2024, 08:05 AM

মাগুড়া এম আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩ যুগ...

কাওছার হামিদ, কিশোরগঞ্জ, নীলফামারী: বিদায় দাও গো বন্ধু আমার এবার বিদায় দাও সেই বিখ্যাত শিল্পী আব্দুর জব্বারে গানটি যেন বিদায়ের বেলা মনে চলে আসে।


নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া এম আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ছাবিনা আখতার এর অবসজনিত বিদায় সংবর্ধনা বুধবার বিকাল ৩টায় বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।


উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার নূর মোহাম্মাদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষা অফিসার আতাউর রহমান, চাঁদখানা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং বিদায়ী শিক্ষক ছাবিনা আখতারের বড়ভাই নাজিম উদ্দিন আলম সবুজ,শিক্ষক নেতা মাহমুদ শরীফ,মাগুড়া মাস্টার পাড়া বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রবিউল ইসলাম, শরীফাবাদ সরকারি প্রাথমিক ব্দ্যিালয়ের প্রধান শিক্ষক হেদায়েত হোসেন।


উপস্থিত ছিলেন মাগুড়া মুন্সি পাড়া দাখিল মাদ্রাসার এবতেদায়ী প্রধান ইউনুছ আলী,মাগুড়া উচ্চ সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জীবন নাহার, মাগুড়া খামাত পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহনাজ আখতার, মাগুড়া ফুলেরঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুন্নার বেনু, মাগুড়া এম আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রুনা লায়লা, আরিফুল ইসলাম,সহকারী শিক্ষক শাহজাহান সেলিম,মাগুড়া উচ্চ সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রুপিন আক্তার, সয়ড়াগন্ধা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহনাজ পারভীন, রাশেক মিয়া, অনুষ্ঠান শেষে অবসরজনিত বিদায়ী শিক্ষক ছাবিনা আখতার তাঁর বক্তব্যে বলেন আমি প্রায় ৩ যুগ ধরে এই বিদ্যালয়ে কর্মরত আছি,আমাকে আমার পরিবার থেকে বহুবার অন্যেত্রে বদলীর জন্য বলেছিলেন আমি নেয়নি,তিনি এছাড়া আরো বলেন এই এলাকার মানুষের সাথে আমার প্রানের সম্পর্ক এবং প্রতিষ্ঠানে কর্মরত অবস্থায় যে কোন ধরনের সমস্যায় পড়লে রবিউল ভাইসহ অন্যান্য শিক্ষকদের সাথে মরামর্শ করেছি।


তাই বিদায় বেলা আমি আপনাদের কাছে ক্ষমাপ্রার্থী সেই সাথে ছাত্র ছাত্রীদের উদ্যোশ্যে বলেন তোমাদেরকে নানা সময়কে শাসন করেছি তোমরা মনে কিছু নিয়না আমি দোয়া করি তোমার এখান থেকে বের হয়ে গিয়ে মানুষের মতো মানুষ হবা। অনুষ্ঠান শেষে উক্ত ক্লাষ্টারের অর্ন্তভূক্ত বিভিন্ন বিদ্যালয়ের প্রধান ও সহকারী শিক্ষকগণ বিদায়ী শিক্ষক ছাবিনা আখতারকে নানা উপহার সামগ্রী তার হাতে তুলেদেন। এছাড়া মাগুড়া এম আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে বিদায়ী শিক্ষককে সংবর্ধণা ক্রেস্ট তুলে দেন এবং ছাত্র ছাত্রীদের মধ্যে উপহার সামগ্রী তুলে দেন। অনুষ্ঠানটি সঞ্চালনার করেন মাগুড়া দর্জি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজ্জাদুল করিম সুরুজ প্রমূখ।