Monday, 10 March 2025, 03:20 AM

ময়মনসিংহে জেলা প্রশাসক কর্তৃক নান্দাইল উপজেলার নমুনা শস্য...

মাহমুদুল্লাহ রিয়াদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ আজ বৃহস্পতিবার (৩ অক্টোবর ২০২২) খ্রিস্টাব্দে দুপুর ১.০০ ঘটিকায় নান্দাইল উপজেলার উত্তরপাড়া এলাকায় নমুনা শস্য কর্তন উদ্বোধন ও আগ্রহী কৃষকদের মাঝে সরিষা বীজ বিতরণ করেন মোহাম্মদ এনামুল হক, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, ময়মনসিংহ।


এসময়ে উপস্থিত ছিলেন জনাব মো: মতিউজ্জামান, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, জনাব মোহাম্মদ আবুল মনসুর, উপজেলা নির্বাহী অফিসার, নান্দাইল, উপজেলা পরিষদ চেয়ারম্যান, পৌরসভার মেয়র ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

// Disable right-click context menu // Disable text selection // Disable dragging of images and text // Disable copy events // Disable common keyboard shortcuts for copying // Check for Ctrl/Command key combinations with C, X, S, or P