কাওছার হামিদ,কিশোরগঞ্জ(নীলফামারী): নীলফামারী জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং রাজ-২০২০ এর জেলা কমিটির নির্বাচন আগামী ১৩ ফেব্রুয়ারী অনুষ্ঠিত হবে। উক্ত নির্বাচনে অংশ নেওয়ার জন্য জেলা কমিটির সাবেক সহঃসভাপতি, মাগুড়া উপকমিটির সাধারণ সম্পাদক কিশোরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক এবং আবারও সহঃসভাপতি পদে প্রার্থী হয়েছেন সাইদুল ইসলাম গত বুধবার বিকালে সৈয়দপুরে মনোনয়নপত্র দাখিল করেন। মনোনয়ন পত্র দাখিলের সময় তার সাথে উপস্থিত ছিলেন জামাত নেতা কবির উদ্দিন, মাগুড়া উপকমিটির সাবেক সভাপতি আজিজুল ইসলাম রাজু, সাধারণ সম্পাদক জালাল উদ্দিন, জাতীয়পার্টির নেতা মোজাহার হোসেন,মাগুড়া উপকমিটির উপদেষ্টা আনিছুর রহমান প্রমূখ। উপদেষ্টা আনিছুর রহমানসহ একাধিক শ্রমিক নেতাদের সাথে কথা বলে জানাযায় বিকাল আনুমানিক ৪ টার সময় আনুষ্ঠানিকভাবে আমরা জামাত নেতা কবির উদ্দিন এর সহযোগিতায় সবাই মিলে এ মনোনয়ন পত্রটি দাখিল করি। আওয়ামীলীগ নেতার মনোনয়ন পত্র দাখিলে জামাত নেতার উপস্থিতির ব্যাপারে জামাত নেতা কবির উদ্দিনের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বিষয়টি স্বীকার করেন বলেন আমি জামাত নেতা হলেও একজন শ্রমিক, সেই কারনে উপস্থিত ছিলাম। আওয়ামীলীগ নেতার মনোনয়নপত্র দাখিলে জামাত নেতার সহযোগিতার বিষয়টি সাধারণ মানুষের মাঝে মিশ্র প্রতিক্রিয়া বিরাজ করছে। এ ব্যাপারে আওয়ামীলীগ নেতা সাইদুল ইসলামের সাথে মুঠোফোনে কথা হলে তিনি জামাত নেতাকে সাথে নিয়ে মানোনয়ন পত্র দাখিলের বিষয়টি স্বীকার করেন।