Friday, 04 April 2025, 07:45 PM

রাবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

চন্দনা কর্মকার, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের(রাবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের উদ্যোগে" ক্যারিয়ার, স্বপ্ন ও বাস্তবতা" শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার(২২জানুয়ারি) দুপুর ২টায় সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ভবনের ৪২২ নং কক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়। 


সেমিনারের শুরুতে অতিথিদের ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেওয়া হয়।


উক্ত সেমিনারে অংশগ্রহণ করতে আসা আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৩য় বর্ষের ছাত্র মাসুদ রানা বলেন, ক্যারিয়ার বিষয়ক সেমিনার আমাদের জানা এবং বোঝার পরিধিকে আরো বিস্তৃত করে । এতো সুন্দর আয়োজন করার জন্য আন্তর্জাতিক সম্পর্ক বিভাগকে ধন্যবাদ জানাই এবং আগামীতে আরো এরকম সেমিনার আয়োজন করার জন্য আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের নিকট আবেদন জানাচ্ছি।


সেমিনারের প্রধান আলোচক নওগাঁ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক জান্নাত আরা তিথি বলেন, পরিশ্রম কিংবা অধ্যাবসায় এর বিকল্প কিছু নেই। পরিকল্পনা- প্রস্তুতি -কর্ম হলো জীবনের যেকোনো মূল্যবান লক্ষ্য অর্জনের মূলমন্ত্র। ক্যারিয়ারের পরিকল্পনা করার সময় আমাদের অগ্রাধিকারের ভিত্তিতে বিভিন্ন পরিকল্পনা করা উচিত যাতে একটা পরিকল্পনা ব্যর্থ হলে যেনো বিকল্প আরেকটা পরিকল্পনা থাকে এবং আমাদের যাত্রা যেনো শেষ না হয়। 


এছাড়া তিনি শিক্ষার্থীদের বিভিন্ন চাকুরির সুযোগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। উচ্চশিক্ষার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, আপনি যেই ক্যারিয়ারই পছন্দ করুন না কেন আপনাকে সেই নির্দিষ্ট ক্যারিয়ারের সুবিধা-অসুবিধা সম্পর্কে সচেতন হতে হবে এবং নিজের উপর সম্পূর্ণ আস্থা রাখতে হবে। এছাড়া তিনি অনুপ্রেরণা হিসেবে নিজের জীবনের অভিজ্ঞতা শেয়ার করেছেন।


আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চেয়ারম্যান ড. মো. শরিফুল ইসলাম বলেন, ক্যারিয়ার ও উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার গুলো একজন শিক্ষার্থীর দক্ষতা ও বুদ্ধিবৃত্তিক চেতনাকে বিকশিত করে । একজন বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীর ক্যারিয়ার সম্পর্কে অবশ্যই সচেতন হওয়া জরুরি এবং নিজের লক্ষ্য নির্ধারণ করে সেভাবেই এগিয়ে যাওয়া উচিত।


সবশেষে, অতিথি ও শিক্ষার্থীদের মধ্যে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।সেমিনারে প্রায় দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চেয়ারম্যান ড. মোঃ শরিফুল ইসলাম এর সমাপনী বক্তব্যের মধ্যদিয়ে সেমিনারের আনুষ্ঠানিকতা শেষ হয়।


আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চেয়ারম্যান ড. মো. শরিফুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক জান্নাত আরা তিথি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের স্নাতক ৩য় বর্ষের  শিক্ষার্থী রাউফু ইসলাম ইতু। 

// Disable right-click context menu // Disable text selection // Disable dragging of images and text // Disable copy events // Disable common keyboard shortcuts for copying // Check for Ctrl/Command key combinations with C, X, S, or P