Thursday, 29 January 2026, 10:38 AM

নামাজ পড়তে গিয়ে রিক্সা হারালেন সলঙ্গার গাদুভাই

জি,এম স্বপ্না,সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের সলঙ্গা থানা মসজিদে নামাজ আদায় শেষে অটোরিকশা না পেয়ে কান্নায় ভেঙে পড়েছেন বয়োজ্যেষ্ঠ অটোরিকশাচালক নুর হোসেন গাদু (৭০) ভাই।গতকাল বিকেলে মসজিদের সামনে অটোরিকশা রেখে আসরের নামাজে গেলে নামাজ শেষে এসে সেটি আর খুঁজে পাননি।দীর্ঘদিন ধরে অটোরিকশা চালিয়েই তাঁর চার সদস্যের সংসার চলত। একমাত্র আয়ের উৎস হারিয়ে তিনি চরম অসহায় অবস্থায় পড়েছেন।গাদু ভাই সলঙ্গা সদরের বনবাড়িয়া গ্রামের মৃত মনসের আলীর ছেলে। সৎ জীবনযাপন ও নিয়মিত নামাজ আদায়ের কারণে এলাকায় তিনি সবার কাছে শ্রদ্ধাভাজন ব্যক্তি হিসেবে পরিচিত।নামাজ আদায় করতে গিয়ে জীবনের একমাত্র আয়ের উৎস হারানো গাদু ভাই আজ অসহায়। বৃদ্ধ বয়সেও তিনি সৎভাবে পরিশ্রম করে জীবিকা নির্বাহ করতেন। কিছুদিন আগে ধারদেনা করে অটোরিকশার ব্যাটারি কিনে আবার কাজে ফিরলেও আজ সেই অটোরিকশাটিই হারিয়ে গেছে। থানা মসজিদের মুসল্লিসহ স্থানীয়রা সমাজের বিত্তবান ও হৃদয়বান মানুষদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছেন,এই প্রবীণ,সৎ ও নামাজি মানুষটির পাশে দাঁড়ান।একটি নতুন অটোরিকশা কিনে দিয়ে তাঁর আয়ের পথ আবারও খুলে দিতে সহযোগিতা করুন।মানবতার হাত বাড়ালেই গাদু ভাইয়ের মুখে আবার হাসি ফোটানো সম্ভব।

// Disable right-click context menu // Disable text selection // Disable dragging of images and text // Disable copy events // Disable common keyboard shortcuts for copying // Check for Ctrl/Command key combinations with C, X, S, or P