Monday, 10 March 2025, 03:26 AM

নীল দরিয়া গ্রুপ ও জিডব্লিউএলসি-এর উপদেষ্টা জনাব জাহিদ...

স্টাফ রিপোর্টারঃ নীল দরিয়া গ্রুপ ও জিডব্লিউএলসি-এর উপদেষ্টা জনাব জাহিদ সরোয়ার -এর জন্মদিন অনুষ্ঠান পালিত হলো গ্রেট ওয়াল ল্যাঙ্গুয়েজ সেন্টারের পাদদেশে মঙ্গলবার(৩১/১০/২০২৩ইং) সন্ধ্যা ৭.০০টায়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিডি নীয়ালা নিউজ-এর সম্পাদক ও প্রকাশক মাহফুজার রহমান মন্ডল, নীল দরিয়ার এমডি জিকরুল আলম মন্ডল, একাডেমীর প্রিন্সিপাল সৌদিয়া আক্তার ও একাডেমীর ছাত্র-ছাত্রীসহ আরো অনেকে।

এছাড়াও গ্রামগঞ্জের পিরিতি সংগঠনসহ ফেসবুক বন্ধু ও শুভাকাঙ্ক্ষীগণ জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।

তিনি একপর্যায়ে একাডেমীর নানান দিক আলোচনা করে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে তাঁর মূল্যবান বক্তাব্য শেষ করেন।

// Disable right-click context menu // Disable text selection // Disable dragging of images and text // Disable copy events // Disable common keyboard shortcuts for copying // Check for Ctrl/Command key combinations with C, X, S, or P