কাওছার হামিদ, কিশোরগঞ্জ, নীলফামারী: রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শিক্ষার্থী মাহমুদুল হাসান মুন্না হত্যা মামলায় গ্রেফতার হওয়া নীলফামারী-১ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকারের চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (৬ মার্চ) রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তফিজার রহমান ১৫ দিনের রিমান্ড আবেদন করলে রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সোয়েবুর রহমান ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এ সময় আগামী ১৮ মার্চ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেন আদালত।
আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ইতফা আক্তার বলেন, সাবেক এমপি আফতাব উদ্দিন একজন বয়স্ক মানুষ। তার বয়স বিবেচনা করে আদালতে তার জামিন ও রিমান্ড বাতিল চেয়েছিলাম। আদালত চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন এবং জামিন নামঞ্জুর করেছেন।
এর আগে বুধবার (৫ মার্চ) রাত ১টার দিকে নগরীর নিউ সেনপাড়ার একটি বাসা থেকে সাবেক এমপি আফতাব উদ্দিন সরকারকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রতিহত করতে অবৈধভাবে দেশীয় অস্ত্রসহ আগ্নেয়াস্ত্র ব্যবহার, বলপ্রয়োগ, হামলা ও হত্যাচেষ্টার অভিযোগে তিনটি মামলা রয়েছে। তিনি নীলফামারী-১ (ডোমার ডিমলা) আসনের সাবেক তিনবারের এমপি ও ডোমার উপজেলা আওয়ামী লীগের সভাপতি বলে জানাগেছে।