Thursday, 29 January 2026, 12:54 PM

নীলফামারীর সৈয়দপুরে ৪টি ইটভাটায় ভ্রাম্যমান আদালত ১৯ লাখ...


জয়নাল আবেদীন হিরো,নীলফামারী জেলা প্রতিনিধিঃ

 বৃহস্পতিবার ৮ জানুয়ারী পরিবেশ অধিদপ্তর, নীলফামারী জেলা কার্যালয় ও মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং, পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তর, ঢাকা এর যৌথ উদ্যোগে

এ অভিযান পরিচালনা করা হয় ৷ 

উপজেলার কামারপুকুর এলাকায় অবস্থিত মোঃ এমদাদুল হক এর মালিকানাধীন মেসার্স সোনার বাংলা ব্রিকস, দলুয়া মুন্সি পাড়া, এলাকায় অবস্থিত সুরেশ সিংহানিয়া এর মালিকানাধীন মেসার্স  বি পি এল-২ ব্রিকস, মোঃ এজাজ আহমেদ এর মালিকানাধীন মেসার্স এ এস বি ব্রিকস, কদমতলী এলাকায় অবস্থিত মোঃ ওবায়দুল ইসলাম এর মালিকানাধীন ব্রিকস লিংক লিমিটেডসহ মোট ০৪টি ইটভাটার বিরুদ্ধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) অনুসারে 

অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৪টি ইটভাটার মালিককে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর ৫(১) ধারা লংঘনের দায়ে মোট ১৯ লাখ টাকা জরিমানা করেন । অভিযানকালে উল্লেখিত ইটভাটাসমূহের কিলন স্কেভেটর দিয়ে আংশিকভাবে গুড়িয়ে দেওয়াসহ কাঁচা ইট ধ্বংস করে। মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং, পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তর, ঢাকা এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ সাজ্জাদ জাহিদ রাতুল অভিযানে নেতৃত্ব প্রদান করেন এবং পরিবেশ অধিদপ্তর, নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ আব্দুল্লাহ-আল-মামুন প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। এ সময়ে সৈয়দপুর উপজেলা পুলিশ বিভাগ, র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান-১৩, বাংলাদেশ সেনাবাহিনী, নীলফামারী জেলা ও নীলফামারী সিভিল ডিফেন্স ও ফায়ার সার্ভিস-এর একদল চৌকস সদস্য অভিযান পরিচালনায় সহযোগিতা করেন। পরিবেশ অধিদপ্তর, নীলফামারী জেলা 

// Disable right-click context menu // Disable text selection // Disable dragging of images and text // Disable copy events // Disable common keyboard shortcuts for copying // Check for Ctrl/Command key combinations with C, X, S, or P