Thursday, 26 December 2024, 09:00 PM

নীলফামারীতে মা ও শিশুর মৃত্যুহার রোধ প্রকল্পের কর্মশালা

নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারী জেলার ছয় উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিতে গর্ভবতী মা ও প্রসূতি মাসহ শিশু মৃত্যুহার রোধে ‘স্ট্রেন্দেনিং হেলথ আউটকাম ফর উইমেন অ্যান্ড চিলড্রেন’ প্রকল্পের উদ্বোধনী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বেলা ১১টার দিকে অনুষ্ঠিত কর্মশালার প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. জাকীর হোসেন।

ল্যাম্বের নির্বাহী পরিচালক খায়েল স্কট জানান, সাড়ে চার বছর মেয়াদে ২০২০ সাল পর্যন্ত জেলার গর্ভবতী মা ও প্রসূতি মাসহ শিশু মৃত্যুহার রোধে কাজ করবে সংস্থাটি। এ ক্ষেত্রে সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতা পূর্ণ অবস্থান থাকবে।

গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার অর্থায়নে এবং প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কারিগরি সহায়তায় প্রকল্পটি বাস্তবায়ন করবে উন্নয়ন সংস্থা ল্যাম্ব। সিভিল সার্জন ডা. মো. আব্দুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন্নাহার শাহজাদী, জেলা পরিবার পরিকল্পনার উপপরিচালক আফরোজা বেগম, ল্যাম্বের নির্বাহী পরিচালক খায়েল স্কট, একই সংস্থার সিএসডিপি পরিচালক স্বপন পাহান, প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের রংপুর বিভাগের কর্মসূচি ব্যবস্থাপক ডা. হৃষিকেশ সরকার, ল্যাম্বের প্রকল্প ব্যবস্থাপক প্রসূণ কান্তি তালুকদার, সদর উপজেলা পরিবার পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল হালিম, ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিহা সুলতানা প্রমুখ।