Thursday, 29 January 2026, 01:01 PM

নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণে ২৭ ডিসেম্বর ভোটার হবেন তারেক...

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনী প্রক্রিয়ায় আনুষ্ঠানিকভাবে অংশগ্রহণের জন্য আগামী ২৭ ডিসেম্বর ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রণয়নের যাবতীয় কার্যক্রম সম্পন্ন করবেন।

আজ রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ এ তথ্য জানান।

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী ২৫ ডিসেম্বর দেশে প্রত্যাবর্তন করবেন। ২৫ ডিসেম্বর বৃহস্পতিবার। শনিবার ২৭ ডিসেম্বর নির্বাচন কমিশনের অফিস খোলা থাকবে। ওই দিনই ভোটার হওয়া, ভোটার আইডি ও জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত সব কার্যক্রম তিনি সম্পন্ন করবেন।

আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের মূল দায়িত্ব সরকারের। নির্বাচনকালীন নির্বাচন কমিশনের নির্দিষ্ট প্রশাসনিক এখতিয়ার থাকলেও সার্বিকভাবে নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখার দায়িত্ব সরকারের ওপরই বর্তায়। 

তিনি আশা প্রকাশ করেন, এবারের নির্বাচন একটি উৎসবমুখর পরিবেশে স্বাধীন ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে।

সিইসি’র সঙ্গে বৈঠকের বিষয়ে তিনি জানান, বিএনপির পক্ষ থেকে মনোনয়নপত্র সংক্রান্ত কয়েকটি বিষয়ে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে এবং লিখিতভাবে বিষয়গুলো তুলে ধরা হয়েছে। এর মধ্যে ফৌজদারি মামলার তথ্য প্রদানের ক্ষেত্রে আরপিও’র বিধানের বাইরে অতিরিক্ত কাগজপত্র চাওয়ার বিষয়টি পুনর্বিবেচনার অনুরোধ জানানো হয়েছে।

তিনি আরো বলেন, বিগত সময়ে বিএনপির বহু নেতাকর্মী, সাধারণ জনগণ ও সাংবাদিকদের বিরুদ্ধে অসংখ্য গায়েবি মামলা দায়ের করা হয়েছে, যার অনেকগুলোর সুনির্দিষ্ট তথ্য এখনো পাওয়া যাচ্ছে না। এ বাস্তবতা বিবেচনায় নিয়ে মনোনয়নপত্রের ঘোষণাপত্র ও ‘অভিযুক্ত’ সংক্রান্ত বিধান স্পষ্ট করার দাবি জানানো হয়েছে।

এছাড়া নির্বাচনী এজেন্টদের ব্যয় নির্বাহের জন্য পৃথক ব্যাংক হিসাব খোলার বিষয়টিও দ্রুত স্পষ্ট করার অনুরোধ জানানো হয়েছে বলেও জানান তিনি। নির্বাচন কমিশন এসব বিষয় গুরুত্ব সহকারে পর্যালোচনার আশ্বাস দিয়েছে।

বৈঠকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ইসমাইল জবিউল্লাহ এবং নির্বাচন কমিশন সচিবালয়ের সাবেক ভারপ্রাপ্ত সচিব ড. মোহাম্মদ জকরিয়া উপস্থিত ছিলেন।

এ সময় নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ ও নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদও উপস্থিত ছিলেন।

// Disable right-click context menu // Disable text selection // Disable dragging of images and text // Disable copy events // Disable common keyboard shortcuts for copying // Check for Ctrl/Command key combinations with C, X, S, or P